ড: এপিজে আব্দুল কালাম এর ৯৪ তম জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি নববারাকপুর পুরসভার

নিজস্ব প্রতিনিধি, নিউ ব্যারাকপুর: ভারতবর্ষের মিসাইল ম্যান ভারতরত্ন ড: এপিজে আবদুল কালাম এর ৯৪ তম জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি জানাল নববারাকপুর পুরসভা। পুরসভার ১৫ নং ওয়ার্ডের ৭নং ঝিল পার্শ্বস্থ তাঁর নামাঙ্কিত উদ্যানে মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, পুরসভার বড়ো বাবু দেব প্রসাদ রাহা সহ ওয়ার্ডের বিশিষ্ট জনেরা ও মহিলারা। এরপর পুরসভা প্রাঙ্গণে এপিজে আবদুল কালামের প্রতিচ্ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, বড়ো বাবু দেব প্রসাদ রাহা, কার্যনির্বাহী আধিকারিক, পুর প্রতিনিধি নির্মিকা বাগচী, কৃষ্ণা বোস সহ পুরকর্মীরা।

ড: এপিজে আব্দুল কালাম এর ৯৪ তম জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি নববারাকপুর পুরসভার

নিজস্ব প্রতিনিধি, নিউ ব্যারাকপুর: ভারতবর্ষের মিসাইল ম্যান ভারতরত্ন ড: এপিজে আবদুল কালাম এর ৯৪ তম জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি জানাল নববারাকপুর পুরসভা। পুরসভার ১৫ নং ওয়ার্ডের ৭নং ঝিল পার্শ্বস্থ তাঁর নামাঙ্কিত উদ্যানে মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, পুরসভার বড়ো বাবু দেব প্রসাদ রাহা সহ ওয়ার্ডের বিশিষ্ট জনেরা ও মহিলারা। এরপর পুরসভা প্রাঙ্গণে এপিজে আবদুল কালামের প্রতিচ্ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, বড়ো বাবু দেব প্রসাদ রাহা, কার্যনির্বাহী আধিকারিক, পুর প্রতিনিধি নির্মিকা বাগচী, কৃষ্ণা বোস সহ পুরকর্মীরা।