মহম্মদ শাহজাহান আনসারী , ওন্দা ( বাঁকুড়া):- বাঁকুড়ার ওন্দায় তৃণমূলের বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে ফের শোরগোল ফেলে দিলেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত। রবিবারের সভা মঞ্চে তাঁর হুঁশিয়ারি সরাসরি লক্ষ্য করল ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে।সভামঞ্চে তৃণমূল নেতা বলেন, “আগামী দিনে অমর শাখাকে দ্বারকেশ্বর নদের জলে বিসর্জন দেবো। চারটে মাস সকাল থেকে উঠে অমর শাখাকে জব্দ করার ফন্দি আঁটুন। অমর শাখাকে আটকানোর শপথ নিয়ে বাড়ি থেকে বের হন।”কিন্তু এখানেই থামেননি সুব্রত দত্ত। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, “মা দুর্গার বিসর্জন ওন্দায় হয়ে গেছে, কিন্তু অসুরটা এখনও ওন্দায় রয়ে গেছে। ওই অসুরের বিসর্জনটা দ্বারকেশ্বর নদে আগামী নির্বাচনে করবো।”বিজেপির পক্ষ থেকে কড়া নিন্দা জানিয়ে বলা হয়েছে, এটা তৃণমূলের প্রকৃত চরিত্র। বিজয়া সম্মিলনীর মঞ্চকে হুমকির মঞ্চে পরিণত করলেন সুব্রত দত্ত।