নিজস্ব প্রতিনিধি বারাসাত: আজ রবিবার ১২ অক্টোবর , সারা রাজ্যসহ বারাসাত ১ ব্লকের, দত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে পালস পোলিও কর্মসূচি পালন করা হলো। জিরো থেকে পাঁচ বছরের সমস্ত শিশুকে পালস পোলিও খাওয়ানো হলো উক্ত ক্যাম্প থেকে। উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলাশাসক শারদ কুমার দ্বীবেদি ও এসডিও সোমা দাস, বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি সহ পঞ্চায়েতের বিভিন্ন সদস্য সদস্য ও স্বাস্থ্য কর্মীরা। এইচডি ও সোমা দাস নিজ হাতে শিশুদের পালস পোলিও টিকা খাওয়ালেন। এমন দৃশ্য দেখে ক্যাম্পে আগত শিশু ও অভিভাবকরা আপ্লুত।