নিজস্ব প্রতিনিধি, রাজারহাট: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ মাননীয় অভিষেক ব্যানার্জীর অনুপ্রেরণায় রাজারহাট নিউ টাউন শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী আজ শান্তি বনে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সাংসদ ডক্টর কাকলী ঘোষ দস্তিদার, রাজারহাট নিউ টাউন এর বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি, অর্থ মন্ত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য, খাদ্য মন্ত্রী মাননীয় রথীন ঘোষ, রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় প্রবীর কর, মেয়র পরিষদ মাননীয় দেবরাজ চক্রবর্তী,মেয়র পরিষদ তথা রাজারহাট নিউ টাউন শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া আরাত্রিকা ভট্টাচার্য, মেয়র পরিষদ মাননীয়া রহিমা বিবি, বোরো চেয়ারম্যান তথা টাউন সভাপতি মাননীয় শাহনওয়াজ আলী মন্ডল, বোরো চেয়ারপার্সন তথা বারাসাত সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী মাননীয়া মিনু দাস চক্রবর্তী,রাজারহাট নিউ টাউন শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মাননীয়

বিনু মন্ডল, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় পিনাকী নন্দী, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয়া নন্দিনী ব্যানার্জী, রাজারহাট নিউ টাউন শহর তৃণমূল কংগ্রেসের শহর তৃণমূল সহ সভাপতি মাননীয় শেখ আলাউদ্দি ও মাননীয় তারক চক্রবর্তি,রাজারহাট নিউ টাউন শহর তৃণমূল কংগ্রেসের INTTUC র সভাপতি

মাননীয় আজিজুল হোসেন মন্ডল , রাজারহাট নিউ টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মাননীয় রবিউল মল্লিক, প্রাক্তন টাউন সভাপতি মাননীয় অচিন্ত্য মন্ডল, ব্লকের মহিলা সভানেত্রী মাননীয়া পারভীন সাবেরা মাননীয় সহ সকল কাউন্সিলর , পঞ্চায়েতের প্রধান ,উপ প্রধান, ওয়ার্ডের সভাপতি, অঞ্চল সভাপতি সহ বিশিষ্টজনেরা । ও নিউ টাউন শহর তৃণমূল কংগ্রেসের সকল কর্মী বৃন্দ।সকল পুরোনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের কে শুভেচ্ছা জানানো হয়