পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতির নির্বাচন

নিজস্ব প্রতিনিধি, রাজারহাট: পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতির ১২ টি উপ সংঘের নির্বাচন হয়। পাথরঘাটা পঞ্চায়েতের মোট ২২৭ টি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। তাদের মধ্যে মোট ১২ টি উপ সংঘের নির্বাচিত হয়। উপ প্রধান আকতার আলী গাজী (টুটুন) এর নেতৃত্বে ১০ জন প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কিন্তু বাকি দুজন প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে ভোটাভুটি করতে হয়। ভোটাভুটিতে উল্লেখযোগ্য ভাবে মৌসুমী সরদার এবং রিঙ্কু দাস দুজনে জয়ী হন। সকাল থেকেই স্বনির্ভর গোষ্ঠীর এই ভোটকে ঘিরে বেশ উত্তেজনা ছিল ছাপনা হাই মাদ্রাসায়। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই ভোটে। বিজয়ীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন প্রধান পিংকি মন্ডল, রাজারহাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শহিদুল মোল্লা, তৃণমূল নেতা শশাঙ্ক মন্ডল, পরিমল মন্ডল, কমল মন্ডল,কল্যাণ নস্কর, হারু পাল পঞ্চায়েত সদস্য মান্নান মোল্লা, পিন্টু মোল্লা প্রমুখ। সুত্রের খবর পাথরঘাটার বিভিন্ন বুথ থেকে প্রার্থী নির্বাচন করা হয়। ভোটাভুটিতে কমল মন্ডলের মনোনীত মৌসুমী সরদার এবং হারু পালের মনোনীত রিঙ্কু দাস জয়ী হন। পঞ্চায়েত সদস্য কল্যাণ নস্করের মনোনীত প্রার্থী পরাজিত হন বলে জানা যায়। সুত্রের খবর মৌসুমী সরদারকে বাদ দেওয়ার জন্য নির্বাচন করা হয়। কিন্তু শেষ হাসি হাসেন মৌসুমী সরদার। নির্বাচনে তিনি জয়ী হন।

পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতির নির্বাচন

নিজস্ব প্রতিনিধি, রাজারহাট: পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতির ১২ টি উপ সংঘের নির্বাচন হয়। পাথরঘাটা পঞ্চায়েতের মোট ২২৭ টি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। তাদের মধ্যে মোট ১২ টি উপ সংঘের নির্বাচিত হয়। উপ প্রধান আকতার আলী গাজী (টুটুন) এর নেতৃত্বে ১০ জন প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কিন্তু বাকি দুজন প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে ভোটাভুটি করতে হয়। ভোটাভুটিতে উল্লেখযোগ্য ভাবে মৌসুমী সরদার এবং রিঙ্কু দাস দুজনে জয়ী হন। সকাল থেকেই স্বনির্ভর গোষ্ঠীর এই ভোটকে ঘিরে বেশ উত্তেজনা ছিল ছাপনা হাই মাদ্রাসায়। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই ভোটে। বিজয়ীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন প্রধান পিংকি মন্ডল, রাজারহাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শহিদুল মোল্লা, তৃণমূল নেতা শশাঙ্ক মন্ডল, পরিমল মন্ডল, কমল মন্ডল,কল্যাণ নস্কর, হারু পাল পঞ্চায়েত সদস্য মান্নান মোল্লা, পিন্টু মোল্লা প্রমুখ। সুত্রের খবর পাথরঘাটার বিভিন্ন বুথ থেকে প্রার্থী নির্বাচন করা হয়। ভোটাভুটিতে কমল মন্ডলের মনোনীত মৌসুমী সরদার এবং হারু পালের মনোনীত রিঙ্কু দাস জয়ী হন। পঞ্চায়েত সদস্য কল্যাণ নস্করের মনোনীত প্রার্থী পরাজিত হন বলে জানা যায়। সুত্রের খবর মৌসুমী সরদারকে বাদ দেওয়ার জন্য নির্বাচন করা হয়। কিন্তু শেষ হাসি হাসেন মৌসুমী সরদার। নির্বাচনে তিনি জয়ী হন।