নিমতা থানার অভিযানে প্রচুর নিষিদ্ধ শব্দবাজি সহ দুই ব্যক্তি আটক

নিজস্ব প্রতিনিধি, নিমতা: নিষিদ্ধ শব্দবাজি মজুত, বিক্রয় ও ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ ,সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে নিমতা থানার SI সুব্রত কুমার বেরা, SI রাজেশ ঘোষ, SI প্রণব দেবনাথ, SI উমেশ চৌধুরী, PSI অভিজিৎ মোদক এবং ASI মোঃ ইরফান, ASI সুকান্ত সরকার, ASI রমেন প্রামানিক এবং কনস্টেবল আজিজ শেখ, তাপস শীল, হিমাংশু কিসকু, পল্লব কান্তি গড়াই মিলে যৌথভাবে অভিযান চালিয়ে নিমতা পাইকপাড়া অটো স্ট্যান্ডের কাছে বিপ্লব সাহা এবং সন্দীপ পোদ্দার নামে দুই ব্যক্তিকে বিনা লাইসেন্সে অবৈধভাবে আতশবাজি মজুত ও বিক্রি করার অপরাধে গ্রেপ্তার করা হয় এবং প্রচুর পরিমাণে অবৈধ আতশবাজি বাজেয়াপ্ত করা হয়।

নিমতা থানার অভিযানে প্রচুর নিষিদ্ধ শব্দবাজি সহ দুই ব্যক্তি আটক

নিজস্ব প্রতিনিধি, নিমতা: নিষিদ্ধ শব্দবাজি মজুত, বিক্রয় ও ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ ,সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে নিমতা থানার SI সুব্রত কুমার বেরা, SI রাজেশ ঘোষ, SI প্রণব দেবনাথ, SI উমেশ চৌধুরী, PSI অভিজিৎ মোদক এবং ASI মোঃ ইরফান, ASI সুকান্ত সরকার, ASI রমেন প্রামানিক এবং কনস্টেবল আজিজ শেখ, তাপস শীল, হিমাংশু কিসকু, পল্লব কান্তি গড়াই মিলে যৌথভাবে অভিযান চালিয়ে নিমতা পাইকপাড়া অটো স্ট্যান্ডের কাছে বিপ্লব সাহা এবং সন্দীপ পোদ্দার নামে দুই ব্যক্তিকে বিনা লাইসেন্সে অবৈধভাবে আতশবাজি মজুত ও বিক্রি করার অপরাধে গ্রেপ্তার করা হয় এবং প্রচুর পরিমাণে অবৈধ আতশবাজি বাজেয়াপ্ত করা হয়।