তাপস চ্যাটার্জির উদ্যোগে এলাকার মা বোনেদের লক্ষী ঠাকুর ও পুজোর যাবতীয় উপকরণ সহ শঙ্খ প্রদান

নিজস্ব প্রতিনিধি, রাজারহাট: এসো মা লক্ষী বসো ঘরে আমার এই ঘরে থাকো আলো করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট নিউ টাউন এর বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগে বিধান নগর করপোরেশন এর ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদ তথা রাজারহাট নিউ টাউন শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আরাত্রিকা ভট্টাচার্যের আয়োজনে বিধান নগর করপোরেশন এর ৩ নম্বর ওয়ার্ডের রাধা কৃষ্ণ পল্লী ফায়ার ট্রেনিং সেন্টার এ ঘরে ঘরে লক্ষী কর্মসুচি। মা বোনেদের হাতে লক্ষী ঠাকুর ,পুজোর যাবতীয় উপকরণ ও শঙ্খ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিধান নগর করপোরেশন এর মেয়র কৃষ্ণা চক্রবর্তী ও তার কন্যা অনিন্দিতা চক্রবর্তী, রাজারহাট নিউ টাউন এর বিধায়ক তাপস চ্যাটার্জি,রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর , বোরো চেয়ারপার্সন তথা বারাসাত সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মিনু দাস চক্রবর্তী, মেয়র পরিষদ তথা রাজারহাট নিউ টাউন শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আরাত্রিকা ভট্টাচার্য,মেয়র পরিষদ রহিমা বিবি,বোরো চেয়ারম্যান তথা টাউন সভাপতি শাহনওয়াজ আলী মন্ডল, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিনাকী নন্দী, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা মন্ডল,নারায়ণপুর থানার আই সি মহেশ দাস,প্রাক্তন কাউন্সিলর তথা রাজারহাট নিউটাউন আইএনটিটিইউসি এর সভাপতি আজিজুল হোসেন মন্ডল, বিশিষ্ট সমাজসেবী মিনাজ তরফদার, সাহেব আলী, শ্যামল ঘোষ, সুমন ঘোষ, সঞ্জয় গুহ, চন্দন প্রধান, কামাল বেনু , সঞ্জীব দাস, বেবী নাজ, উত্তম মিত্র, সুশান্ত দাস, বিজন দাস সহ ৩ নম্বর ওয়ার্ডের নেতৃত্ববৃন্দ। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লক্ষী ঠাকুরের বেশে দেব দত্তা ব্যানার্জি ও সঞ্চালক উমা দা। অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ ও উজ্জীবনা ছিল চোখে পড়ার মতো।

তাপস চ্যাটার্জির উদ্যোগে এলাকার মা বোনেদের লক্ষী ঠাকুর ও পুজোর যাবতীয় উপকরণ সহ শঙ্খ প্রদান

নিজস্ব প্রতিনিধি, রাজারহাট: এসো মা লক্ষী বসো ঘরে আমার এই ঘরে থাকো আলো করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট নিউ টাউন এর বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগে বিধান নগর করপোরেশন এর ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদ তথা রাজারহাট নিউ টাউন শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আরাত্রিকা ভট্টাচার্যের আয়োজনে বিধান নগর করপোরেশন এর ৩ নম্বর ওয়ার্ডের রাধা কৃষ্ণ পল্লী ফায়ার ট্রেনিং সেন্টার এ ঘরে ঘরে লক্ষী কর্মসুচি। মা বোনেদের হাতে লক্ষী ঠাকুর ,পুজোর যাবতীয় উপকরণ ও শঙ্খ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিধান নগর করপোরেশন এর মেয়র কৃষ্ণা চক্রবর্তী ও তার কন্যা অনিন্দিতা চক্রবর্তী, রাজারহাট নিউ টাউন এর বিধায়ক তাপস চ্যাটার্জি,রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর , বোরো চেয়ারপার্সন তথা বারাসাত সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মিনু দাস চক্রবর্তী, মেয়র পরিষদ তথা রাজারহাট নিউ টাউন শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আরাত্রিকা ভট্টাচার্য,মেয়র পরিষদ রহিমা বিবি,বোরো চেয়ারম্যান তথা টাউন সভাপতি শাহনওয়াজ আলী মন্ডল, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিনাকী নন্দী, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা মন্ডল,নারায়ণপুর থানার আই সি মহেশ দাস,প্রাক্তন কাউন্সিলর তথা রাজারহাট নিউটাউন আইএনটিটিইউসি এর সভাপতি আজিজুল হোসেন মন্ডল, বিশিষ্ট সমাজসেবী মিনাজ তরফদার, সাহেব আলী, শ্যামল ঘোষ, সুমন ঘোষ, সঞ্জয় গুহ, চন্দন প্রধান, কামাল বেনু , সঞ্জীব দাস, বেবী নাজ, উত্তম মিত্র, সুশান্ত দাস, বিজন দাস সহ ৩ নম্বর ওয়ার্ডের নেতৃত্ববৃন্দ। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লক্ষী ঠাকুরের বেশে দেব দত্তা ব্যানার্জি ও সঞ্চালক উমা দা। অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ ও উজ্জীবনা ছিল চোখে পড়ার মতো।