অভিজিৎ হাজরা, উদয়নারায়ণপুর, হাওড়া :- পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনার প্রাকলগ্নে সমাজের জীবন্ত দেবী – মাতৃজাতিদের সুস্বাস্থ্যের অধিকারী করার লক্ষ্যে এগিয়ে এল গ্ৰামীণ এক তরুণ যুবক। গ্ৰামীণ হাওড়া জেলার উদয়নারায়ণপুর বিধানসভা তথা উদয়নারায়ণপুর ব্লকে ” ইন্ডিস্টার হেলথ এ্যান্ড হাইজিন সলিউশন ” প্রতিষ্ঠানের কর্ণধার শুভাশীষ মেটে – র ব্যবস্থাপনা ওমেন কেয়ার ব্রান্ড ” নীলপরি ” স্যানিটারি ন্যাপকিনস্ এর আত্মপ্রকাশ ঘটলো খিলা পেট্রোল পাম্প এর সন্নিকটে ’ গণেশ ভবন ‘ লজে। এই অনুষ্ঠানে ” নীলপরি ” ব্রান্ডটির প্রদশর্নীর সাথে সাথে সংস্থার পক্ষ থেকে প্রতিভাবান এবং বিশিষ্ট নারীর উদ্দেশ্যে একটি ” নীলপরি ” নারী সম্মান প্রদান করা হয়। বাতি প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের মাঙ্গলিক সূচনা করেন ইন্ডিস্টার হেলথ এ্যান্ড হাইজিন সলিউশন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা অসিত কুমার মন্ডল। মহতী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ব্যাঙ্ক এর খিলা শাখার কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ দে,খিলা সাব স্টেশন স্বাস্থ্য বিভাগ এর প্রধান সুলেখা দাস, ইন্ডিস্টার হেলথ এ্যান্ড হাইজিন সলিউশন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর অভিজিৎ ঘোড়ুই, প্রতিষ্ঠানের চিফ অপারেশন ম্যানেজার দীপঙ্কর ধাড়া, প্রতিষ্ঠানের মার্কেটিং এক্সিকিউটিভ সৌমেন ব্যানার্জী প্রতিষ্ঠানের এরিয়া ডিস্ট্রিবিউটর অরিজিৎ নন্দী, ইন্ডিস্টার হেলথ এ্যান্ড হাইজিন সলিউশন ” নীলপরি ব্রান্ড ” প্রতিষ্ঠানের কর্ণধার শুভাশীষ মেটে সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ” ওমেন কেয়ার ব্রান্ড ” নীলপরি ” স্যানিটারি ন্যাপকিনস্ এর দ্বারোদঘাটন করেন আন্তর্জাতিক যোগাসনবিদ সুস্মিতা দেবনাথ। ” ইন্ডিস্টার হেলথ্ এ্যান্ড হাইজিন সলিউশন হাইজিন ” প্রতিষ্ঠানের কর্ণধার শুভাশীষ মেটে বলেন, ” বাস্তবে আমরা লক্ষ্য করছি গ্ৰাম বাংলার জীবন্ত দেবীরা অসচেতনতার জন্য নানান যৌন রোগগ্রস্ত হয়ে পড়ছেন । অনেক সময় এই রোগগ্ৰস্ত হওয়ার কারণে মৃত্যুমুখে পতিত হচ্ছে।এর একমাত্র কারণ গ্ৰাম বাংলার মহিলারা ঋতুমতী থাকাকালীন সময়ে তারা অন্য কাপড় ব্যবহার করে। এবং ঐ কাপড় ও নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পুকুর,নদী,খাল এর দূষিত জল ব্যবহার করে।এর ফলে তারা নানান যৌন রোগে সংক্রমিত হয়। যদি ও এখন অনেক মহিলারা বিভিন্ন কোম্পানির স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে। যদিও সেই গুলি ব্যয়বহুল।গ্ৰামীণ অর্থনৈতিক পরিকাঠামোয় পিছিয়ে পড়া শ্রেণীর মহিলারা অর্থের অভাবে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে না। এখনও গ্ৰাম বাংলার মহিলারা ঋতুমতী হওয়ার ঘটনায় লজ্জা অনুভব করে।গ্ৰামীণ মহিলাদের আর্থ সামাজিক পরিকাঠামোর কথা চিন্তা ভাবনা করেই তাদের সাধ্যের মধ্যেই অল্প দামে তাদের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করার জন্য আমরা এই প্রতিষ্ঠানের জম্ম দিয়েছি। প্রথমতঃ আমরা আমাদের স্যানিটারি ন্যাপকিন ” নীলপরি ব্রান্ড ” উদয়নারায়ণপুর ও হুগলীর মধ্যে মার্কেটিং এর কাজ শুরু করছি। আস্তে আস্তে আমারা আমাদের এই পণ্য রাজ্য ব্যাপী মার্কেটিং করবো। এর পাশাপাশি নারীদের সুস্বাস্থ্যের অধিকারী করার জন্য নানান কর্মসূচি গ্ৰহণ করে তা যথাযথ ভাবে পুরণ করবো ” । ওমেন কেয়ার ব্রান্ড ” নীলপরি ” স্যানিটারি ন্যাপকিন এর দ্বারোদঘাটন করে সুস্মিতা দেবনাথ বলেন, ” বর্তমান সময়ে দাঁড়িয়ে ও গ্ৰাম বাংলার অধিকাংশ মহিলারা তাদের ঋতুমতী হওয়ার ঘটনাকে লজ্জা বলে মনে করেন। আমি একটা কথা বলবো যে লজ্জা কিসের? বরং গর্ববোধ ক্রু, কারণ এটা আপনার – আমার মাতৃত্বের একটা বড় পরিচয়”। অনুষ্ঠানে উপস্থিত সকল জীবন্ত দেবীদের হাতে ” নীলপরি ” স্যানিটারি ন্যাপকিন উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠান উপলক্ষে সংগীত পরিবেশন করেন নীলাঞ্জনা মাইতি,সোমাশ্রী রায়, সোমনাথ পাত্র। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শম্পা হাইত মাইতি।