ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:– পুজোয় বাকি আর হাতে গোনা কিছুদিন। আশ্বিন মাস পড়তেই বাতাসে বসন্তে হাওয়া এবং পুজোর রব উঠে পড়েছে পাড়ায় পাড়ায়। কান পাতলেই শোনা যাচ্ছে ঢাকীদের আওয়াজ। আর সেই পূজোকে আরো বেশি জাঁকজমক পূর্ণ করতে প্রীতি-ক্রিয়েশনয়ের কর্ণধার প্রীতি মন্ডল স্বয়ং তাদের দ্বারা আয়োজিত করলো আগমনী শুট। অনেক মডেলকে মেকআপ শিল্পী তাদের প্রতিভা দেখানোর জন্য সৌন্দর্য বৃদ্ধি করছিলেন আগমনীর সাজে সাজিয়ে। মডেলদের মধ্যে শর্মিষ্ঠা বিশ্বাসকে সাজিয়ে তুলেছিলেন তন্ময় ধর, রিমা বাগ তার অপরূপ সৃষ্টি তুলে ধরেছিলেন সায়নী মন্ডল ও পল্লবী হাজরা কে সাজিয়ে তুলে। এছাড়াও টুম্পা ঘোষ সাজিয়ে তুলেছিলেন সঞ্জনা মন্ডল ও কবিতা তালুকদার কে, রত্না সরকার সাজিয়েছিলেন সীমা গড়াই কে, প্রতিক্ষা কুন্ডু সাজিয়েছিলেন সুনিতা দাস ও রুপসা দাস-কে, সোমনাথ সাজিয়ে তুলেছিলেন সোনালী চ্যাটার্জিকে এবং সোমা মন্ডল সাজিয়ে তুলেছিলেন প্রিয়া রায় ও বিদিশা দাস কে। সংস্থার কর্ণধায় বলেন তাদের মূল উদ্দেশ্য যাতে তাদের মডেলরা নিজেদের সুন্দর ভাবে জনসমক্ষে সামনে তুলে ধরতে পারেন এবং আজকালকার যুগে যেখানে প্রচুর শুটের আয়োজন হচ্ছে এবং সেটি হয়ে যাবার পর তেমন ভাবে আর কিছুই হয় না এখানে তারা প্রতিটি মডেল কে বরাবর ভাবে অন্যান্য কাজও দিয়ে থাকে এবং যাতে তারা আরও ভালো মাপে কাজ পান সেই বিভাগে মজবুত করতে তাদের কি করতে হবে সে ব্যাপারে পরামর্শ তারা দিতে থাকে। মূলত তাদের এই অভিনব পদ্ধতি এবং নবগত মডেলদের এমন ভাবে সুযোগ দেওয়াকে কুর্নিশ জানান সমগ্র দর্শকবৃন্দ যারা এমন একটি অভিনব শুতে হাজির ছিলেন।