মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:- হেলমেট বিহীন বাইক আরোহীদের তুলে দেওয়া হল হেলমেট, শারদীয়ার পূর্বে অভিনব উদ্যোগ সোনামুখী ট্রাফিক পুলিশের ।*রাজ্যের বিভিন্ন প্রান্তে কান পাতলেই শোনা যায় অনেক ভয়াবহ পথ দুর্ঘটনার কথা।বিভিন্ন ধরনের পথ দুর্ঘটনাকে এড়াতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্প। সেই প্রকল্পেরই আওতাভুক্ত হেলমেট বিহীন বাইক আরোহীদের মাথায় হেলমেট তুলে নেওয়া।এদিন বাঁকুড়া জেলার সোনামুখী শহরে সোনামুখী থানা এবং সোনামুখী ট্রাফিক গার্ডের উদ্যোগে হেলমেট বিহীন বাইক আরোহীদের মাথায় তুলে দেওয়া হল নতুন হেলমেট।দুর্ঘটনাকে এড়াতে এবং মানুষকে সচেতন করার জন্যই এই উদ্যোগ ট্রাফিক পুলিশের। বাঁকুড়া জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক কৈলাশপতি মাহাতো জানান, সোনামুখীর শহরে অনেক মানুষকে হেলমেট বিহীন অবস্থাতে গাড়ি চালাতে দেখা যায়। তাই মানুষকে সচেতন করার পাশাপাশি হেলমেট বিহীন আরোহীদের মাথায় হেলমেট তুলে দেওয়া হলো। পথ দুর্ঘটনাকে এড়াতে তিনি মানুষকে সচেতন হওয়ারও বার্তা দিলেন।বাঁকুড়া থেকে মহম্মদ শাহজাহান আনসারী:-বাইট : কৈলাশপতি মাহাতো ( ডিএসপি ট্রাফিক , বাঁকুড়া জেলা পুলিশ )বাইট : মনিকা ঘোষ ( সাধারণ মানুষ )বাইট : স্বর্ণালী বিট ( সাধারণ মানুষ )