মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:-রামপুরহাট থানার আদিবাসী ছাত্রীর খুনির শাস্তির দাবিতে থানা ঘেরাও কর্মসূচি এক আদিবাসী সংগঠনের। বীরভূম জেলার রামপুরহাট থানা এলাকার শ্যামপাহাড়ী রামকৃষ্ণ শিক্ষা বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর আদিবাসী স্কুল ছাত্রীকে ধর্ষণ ও নিশংসভাবে খুনের ওই স্কুলের শিক্ষক মনোজ পালের কঠোরতম শাস্তির দাবিতে ধিক্কার মিছিল ও ডেপুটেশন কর্মসূচি ভারত জাকাৎ মাজি পারগানা মহল বাঁকুড়া শাখার। তাঁরা জানান ,বেছে বেছে আদিবাসীদের উপর অত্যাচার চলছে। বীরভূম জেলায় রামপুরহাটে আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। বরো থানার বরগেরিয়া আবাসিক বিদ্যালয়ের আদিবাসীদের উপর যৌন হেনস্থা করা হয়েছে। বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানা এলাকাতেও আদিবাসী মহিলাদের উপর নির্যাতন করা হয়েছে। পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী হয়েও মহিলাদের উপর অত্যাচার হচ্ছে কেন প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী আদিবাসী সংগঠনের সদস্যরা। তারা জানান,অবিলম্বে রামপুরহাটের স্কুল শিক্ষক মনোজ পালকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। শিক্ষক মনোজ পাল ও বরো থানার বড়গেরিয়া আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাস্কর মাহাতোর ফাঁসি চাই। প্রশাসনের অপদার্থের জন্য দিকে দিকে মহিলাদের উপর অত্যাচার বেড়ে চলেছে। প্রশাসন সঠিকভাবে ঘটনার তদন্ত করছেনা বলেও দাবি করেছেন তারা। অবিলম্বে শিক্ষক মনোজ পালকে গ্রেপ্তার না করলে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন তারা। অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও।