নিজস্ব প্রতিনিধি, নিউ ব্যারাকপুর: ‘এলাম, দেখলাম, জয় করলাম।’ – না, এখানে নেপোলিয়ন বোনাপার্ট বা তাঁর যুদ্ধক্ষেত্রের কথা বলা হচ্ছে না। তবে এখানে যার কথা বলা হচ্ছে তিনি নিউ বারাকপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ সুমিত কুমার বৈদ্য। তাঁর অধিকৃত অঞ্চল হলো কয়েকটা খুঁদে প্রতিবন্ধী শিশুর হৃদয়ভুমি। গতবছর ২০২৪ সালে নিউ বারাকপুর থানায় পোস্টিং হয়ে আসেন এক তরুণ ভারপ্রাপ্ত আধিকারিক। তাঁর চোখ পড়ে থানার সামনে চলমান একটি প্রতিবন্ধী বিদ্যালয়ের দিকে। তারপর নিজের কাজ সামলে সেই শিশুগুলোর সাথে বিভিন্ন সময়ে আনন্দঘন অনুষ্ঠান, মজা করা ইত্যাদি চলতে থাকে নিরন্তরভাবে।

পুলিশ কাকুকে ভালোবেসে ফেলে হরিপদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকা ও ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবকেরা। গত বছর পুজোতে সবাইকে পুজোর প্রীতি পোশাক দিলেও ঠিক মনের আশ মেটেনি। তাই তিনি এবছর সোমবার দুপুরবেলা বিদ্যালয়ের ছেলে মেয়েদের সকলকে নিয়ে নিউ বারাকপুরের একটি জামাকাপড়ের দোকানে গিয়ে হাজির হন। ছেলে মেয়েদের বলেন পছন্দমতো পোশাক বেছে নিতে। ছেলে মেয়েরা অভিভাবকেরা এবং শিক্ষক শিক্ষিকারা সবাই পুলিশ কাকুর এই মিষ্টি ব্যবহারে প্রচন্ড খুশি হন। যেন দেবীর আগমনের অকাল বোধনের প্রথম বাজনাটা বাজিয়ে দিলেন নিউ বারাকপুর থানার আইসি ও তার পুলিশ টিম। পুজো আসে একবার, পুলিশ কাকু বারবার।