প্রাথমিক শিক্ষায় উন্নয়নের দাবিতে পথে টেট উত্তীর্ণরা

মোহাম্মদ শাজাহান আনসারী,বাঁকুড়া: বাঁকুড়ায় উত্তেজনা*প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নের দাবিতে আবারও পথে নামলেন ২০২২ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার বাঁকুড়ার তামলিবাঁধ মোড়ে জড়ো হয়ে জাতীয় পতাকা হাতে শান্তিপূর্ণ মিছিল করেন তাঁরা।চাকরিপ্রার্থীদের মূল দাবি, অবিলম্বে অন্তত ৫০ হাজার শূন্যপদ পূরণ করা হোক। এক‌ইসঙ্গে দ্রুত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষা বিভাগে বিপুল সংখ্যক পদ শূন্য পড়ে রয়েছে। এর ফলে একদিকে যেমন গ্রামীণ স্কুলগুলিতে শিক্ষার মান রক্ষিত হচ্ছে না, অন্যদিকে চাকরিপ্রার্থীরাও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। চাকরিপ্রার্থীরা জানান, তাঁদের আন্দোলন শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য নয়, শিক্ষার সার্বিক উন্নয়নের স্বার্থেই। বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকলে পড়াশোনার মান বজায় রাখা যায় না। সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া বলে দাবি করেন আন্দোলনকারীরা।এদিনের সমাবেশ ও DPSC অভিযান কর্মসূচিতে চাকরিপ্রার্থীরা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অফিস অভিমুখে মিছিল শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশের কড়া নজরদারির মধ্যেই মিছিল এগোয়।আন্দোলনকারীরা পরিষ্কার বার্তা দিয়েছেন, তাঁদের দাবি না মানা হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে।

প্রাথমিক শিক্ষায় উন্নয়নের দাবিতে পথে টেট উত্তীর্ণরা

মোহাম্মদ শাজাহান আনসারী,বাঁকুড়া: বাঁকুড়ায় উত্তেজনা*প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নের দাবিতে আবারও পথে নামলেন ২০২২ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার বাঁকুড়ার তামলিবাঁধ মোড়ে জড়ো হয়ে জাতীয় পতাকা হাতে শান্তিপূর্ণ মিছিল করেন তাঁরা।চাকরিপ্রার্থীদের মূল দাবি, অবিলম্বে অন্তত ৫০ হাজার শূন্যপদ পূরণ করা হোক। এক‌ইসঙ্গে দ্রুত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষা বিভাগে বিপুল সংখ্যক পদ শূন্য পড়ে রয়েছে। এর ফলে একদিকে যেমন গ্রামীণ স্কুলগুলিতে শিক্ষার মান রক্ষিত হচ্ছে না, অন্যদিকে চাকরিপ্রার্থীরাও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। চাকরিপ্রার্থীরা জানান, তাঁদের আন্দোলন শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য নয়, শিক্ষার সার্বিক উন্নয়নের স্বার্থেই। বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকলে পড়াশোনার মান বজায় রাখা যায় না। সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া বলে দাবি করেন আন্দোলনকারীরা।এদিনের সমাবেশ ও DPSC অভিযান কর্মসূচিতে চাকরিপ্রার্থীরা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অফিস অভিমুখে মিছিল শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশের কড়া নজরদারির মধ্যেই মিছিল এগোয়।আন্দোলনকারীরা পরিষ্কার বার্তা দিয়েছেন, তাঁদের দাবি না মানা হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে।