প্রবীর রাজবংশী উদ্যোগে শুরু হল সাত সকালে দুয়ারে পূজোর প্রীতি উপহার

নিজস্ব প্রতিনিধি, বিলকান্দা: সাতসকালে পরিষেবা, দুয়ারের সভাপতি কর্মসূচির সাড়া রাজ্যজুড়ে অভূতপূর্ব সারা পাওয়ার পর শারদ উৎসবের প্রাক্কালে ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী উদ্যোগে শুরু হল সাত সকালে দুয়ারে পূজোর প্রীতি উপহার।
দীর্ঘ ৩৪ বছরের বাম আমলের অবসান ঘটিয়ে বাম শাসনকে পরাস্ত করে ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসেন মা মাটি মানুষের সরকার। আর সেই মা মাটি মানুষের সরকারের প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে চালু করেছিলেন দুয়ারে সরকার। একটা রিপোর্ট অনুসরণ করে ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বিভিন্ন অঞ্চলে শুরু করেছিল সাতসকালে পরিষেবা দুয়ারে সভাপতি। সারা রাজ্যে অভূতপূর্ব সাড়া মিলেছিল এই কাল সকালে পরিষেবা দুয়ারের সভাপতি কর্মসূচিতে। এবার তিনি শারদ উৎসবের প্রাক্কালে এলাকার ছোট ছোট শিশু ও প্রান্তিক মানুষের হাতে সাত সকালে পুজোর প্রীতি উপহার প্রদান কর্মসূচি গ্রহণ করেছেন। তিনি জানান বিলকান্দা ১ ও ২ নম্বর অঞ্চলে মোট ৯ দিনে নয়টি উপহার প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান আজ নব কামারগাতি অভিযাত্রী ক্লাবের মাঠে এই কর্মসূচি শুভ সূচনা হল আগামী দিনে ৯ ‘দিনের কর্মসূচিতে মোট ২২০০ শিশু ও প্রান্তিক মানুষের হাতে এই পুজোর প্রীতি উপহার তূলে দেবেন বলে জানিয়েছেন তিনি। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান অঞ্জলি দেউড়ী সহ বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্য, সদস্যা ও এলাকার বিশিষ্টজনেরা। শারদ উৎসবের প্রাক্কালে এইরকম উপহার হাতে পেয়ে এলাকাবাসী বেশ খুশি।

প্রবীর রাজবংশী উদ্যোগে শুরু হল সাত সকালে দুয়ারে পূজোর প্রীতি উপহার

নিজস্ব প্রতিনিধি, বিলকান্দা: সাতসকালে পরিষেবা, দুয়ারের সভাপতি কর্মসূচির সাড়া রাজ্যজুড়ে অভূতপূর্ব সারা পাওয়ার পর শারদ উৎসবের প্রাক্কালে ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী উদ্যোগে শুরু হল সাত সকালে দুয়ারে পূজোর প্রীতি উপহার।
দীর্ঘ ৩৪ বছরের বাম আমলের অবসান ঘটিয়ে বাম শাসনকে পরাস্ত করে ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসেন মা মাটি মানুষের সরকার। আর সেই মা মাটি মানুষের সরকারের প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে চালু করেছিলেন দুয়ারে সরকার। একটা রিপোর্ট অনুসরণ করে ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বিভিন্ন অঞ্চলে শুরু করেছিল সাতসকালে পরিষেবা দুয়ারে সভাপতি। সারা রাজ্যে অভূতপূর্ব সাড়া মিলেছিল এই কাল সকালে পরিষেবা দুয়ারের সভাপতি কর্মসূচিতে। এবার তিনি শারদ উৎসবের প্রাক্কালে এলাকার ছোট ছোট শিশু ও প্রান্তিক মানুষের হাতে সাত সকালে পুজোর প্রীতি উপহার প্রদান কর্মসূচি গ্রহণ করেছেন। তিনি জানান বিলকান্দা ১ ও ২ নম্বর অঞ্চলে মোট ৯ দিনে নয়টি উপহার প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান আজ নব কামারগাতি অভিযাত্রী ক্লাবের মাঠে এই কর্মসূচি শুভ সূচনা হল আগামী দিনে ৯ ‘দিনের কর্মসূচিতে মোট ২২০০ শিশু ও প্রান্তিক মানুষের হাতে এই পুজোর প্রীতি উপহার তূলে দেবেন বলে জানিয়েছেন তিনি। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান অঞ্জলি দেউড়ী সহ বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্য, সদস্যা ও এলাকার বিশিষ্টজনেরা। শারদ উৎসবের প্রাক্কালে এইরকম উপহার হাতে পেয়ে এলাকাবাসী বেশ খুশি।