নিজস্ব প্রতিনিধি, বারাসাত: প্রজাপতি পাঠশালা দিয়ে তার পথচলা শুরু,
পথ শিশুদের শিক্ষায় আলো আলোকিত করতে বারাসাত স্টেশন এর পাশে একটি স্কুল শুরু করেন এরপর প্রত্যেকটি পড়ুয়ার জীবন যুদ্ধে তাদের প্রয়োজনে হাত বাড়িয়ে দেন,,পথবাসী দেব শিশুদের পাশে সারা বছরই থাকেন পুলিশ কর্মী অর্ণব রায়চৌধুরী,,পুজো উপলক্ষে অভাবে পরিবারের বাচ্চাদের নতুন জামা কাপড় আর সমাজের বিভিন্ন পেশাজীবীদের সম্মান প্রদান করলেন প্রজাপতির পাঠশালা নামের একটি সংগঠন।
রাজ্য পুলিশের সদস্য অর্ণব রায় চৌধুরী অভাবী শিশুদের সাহায্য করে ইতিমধ্যেই পুলিশ কাকু নামে পরিচিতি লাভ করেছেন রাজ্যে। প্রজাপতির পাঠশালা মূলত তারই সংগঠন। বারাসাতের বিদ্যাসাগর সভাগৃহে অভাবেই শিশুদের নতুন জামা কাপড় এবং বই খাতা ছাড়াও শিক্ষা সামগ্রী প্রদান করেন পুলিশ কাকুর সংগঠন। পাশাপাশি সমাজের বিশিষ্ট গুনী মানুষদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেন তিনি। এ উপলক্ষে বাচ্চাদের নিত্য গান আবৃত্তি সহ মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুজো উপলক্ষে নতুন পোশাক ছাড়াও বই খাতা সহ শিক্ষা সামগ্রী এবং সম্মাননা ও সংবর্ধনা পেয়ে খুশি অভাবে পরিবারের শিশু থেকে সমাজের বিশিষ্ট জ্ঞানী মানুষরা।