ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:– কলকাতায় অভিনেতা, গ্রুমার এবং কোরিওগ্রাফার অনির্বাণ দে এবং মডেল আকাশ ভার্তির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল ‘পারফেক্ট ফ্যাশান রানওয়ে নাইট’। সেই সঙ্গে অনির্বাণ দে প্রকাশ করলেন ওনার প্রথম ফ্যাশান ব্র্যান্ড ‘পারফেক্ট ফ্যাশান হাউস’ এর পুজোর নতুন শাড়ি, লেহেঙ্গা,ধূতি পাঞ্জাবী। এদিন বিশিষ্ট্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পন্ডিত মল্লার ঘোষ ও আবৃত্তি শিল্পী মল্লিকা ঘোষ, গ্লামার এক্স ইন্ডিয়া এর কর্ণধার পীযূষ সরকার, ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এর চেয়ারম্যান -সৌরভ চক্রবর্তী ও রোহিত শাও যাকে সঞ্চালক হিসেবেও দেখা যায় এবং আরো অনেকে। অনুষ্ঠানের উদ্যোক্তা, বিশিষ্ট্য অতিথিবর্গ সহ সহকারী আয়োজকরা প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সুচনা করেন। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সের প্রায় ৩৫ জন প্রতিযোগী এখানে অংশ গ্রহন করেন।এরা ‘পারফেক্ট ফ্যাশান হাউসের’ নিজস্ব ড্রেস কালেকশান এই শো-এর মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরেন। দুর্গাপুজোর বাকি আর মাত্র কিছুদিন । সেই উপলক্ষে অন্যতম আকর্ষণ ছিল দুর্গার বিভিন্ন রূপ , দুর্গা রূপে যারা ছিল তারা হলো মৌসুমি বিশ্বাস, রোজ দাস, সৌমিয়া আগারওয়াল,সায়নতিকা কুন্ডু ও পাপিয়া হালদার। এদেরকে অপরূপ সাজে সাজিয়ে তুলেছিলেন কৃষ একাডেমির মিতালি ভট্টাচার্য। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ও ‘পারফেক্ট ফ্যাশান হাউস’-এর কর্ণধার অনির্বান দে জানান, তিনি নিজে এতদিন বিভিন্ন অনুষ্ঠানে গেছেন অংশগ্রহণকারী হিসেবে ,কিন্তু এবারে নিজের ব্র্যান্ড লঞ্চ করে এবং দর্শকদের সামনে নিজেরই ব্র্যান্ডের পোশাকের প্রদর্শন করে তিনি যথেষ্ট্য খুশী।অংশগ্রহণ কারিরা শুধুমাত্র কলকাতাই নয় ,কেউ আসানসোল, পুরুলিয়া, শিলিগুড়ি, ঝাড়খন্ড-এর জায়গা থেকেও এসে নিজেদের পরিবেশন করেছেন তার জন্যে তিনি তাদের কাছে কৃতজ্ঞ এবং গর্বিত। শুধু ফ্যাশান শো নয় আগামী দিনে এই অংশগ্রহণকারীদের নিয়ে তিনি ব্র্যান্ড শুট,মিউজিক ভিডিও কাজের সূযোগ করে দিতে চান জানান। এই অনুষ্ঠানে মিস বিভাগে যারা অংশগ্রহণ করলেন তাদের মধ্যে ছিলেন অন্বেষা কংস বণিক, অঙ্কিতা গুহ, মৌসুমী বিশ্বাস, আদিল সরকার এবং সবার মধ্যে নজর কেড়ে ছিলেন সুদূর পুরুলিয়া থেকে আসা শুভশ্রী মাঝি ও সায়শ্রী মাঝি। অনুষ্ঠানটিতে শো স্টপার ছিলেন অমৃতা সেন ,সুরুচি সিনহা, সুরজিৎ সাহা ও সজল ওরাং। এছাড়া মিস্টার বিভাগে অংশগ্রহণ করেছিলেন শিলিগুড়ি থেকে রজত মন্ডল সহ শুভেন্দু ঘোষ, প্রীতম সরকার, অনিক কুমার গুপ্ত, শিবনাথ পাহাড়ী, তন্ময় চক্রবর্তী সহ আরো অনেকে। মিসেস বিভাগে অংশগ্রহণ করেছিলেন রানু শাও, সোনালী চন্দ্র ,অলিভিয়া চক্রবর্তী, কবিতা ঘোষ, বৈশাখী দত্ত , মধুমিতা সরকার ,বুলু রায়,সোমা চক্রবর্তী ও অনন্যা ভট্টাচার্য সহ আরো অনেকে। এমনভাবে নতুন মডেলদের সুযোগ দেবার জন্য বহু দর্শক তার কুর্নিশ করেন এবং বলেন এরকম প্রতি মাসে যদি একটা করে করা যায় তবে তা মডেল জগতের পক্ষে খুবই ভালো হবে।
ছবি: হিমাদ্রি বাগ।