পারিজাত মোল্লা, কোলকাতা : শনিবার সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতে বসেছিল জাতীয় লোক আদালত।হাওড়া জেলা আদালতও তার ব্যতিক্রমী নয়।এদিন হাওড়া জেলা ও দায়রা বিচারক (জেলা আইনী পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যানও) শ্রী অভিজিৎ সোমের নেতৃত্বে জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব শ্রীমতী আর্শেয়া মুস্তাকের পরিচালনায় বেঞ্চগুলি বসেছিল।জেলার সদর আদালতে ১৮ টি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে ৩ টি বেঞ্চ সর্বমোট ২১ টি বেঞ্চ হয়। হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার প্রসেনজিৎ ভট্টাচার্য জানান -” এদিন জাতীয় লোক আদালতে নথিভূক্ত মামলার বেশিরভাগ নিস্পত্তি ঘটেছে, এইসব মামলায় অর্থের পরিমাণ কয়েক কোটি টাকার বেশি “। হাওড়ায় জাতীয় লোক আদালতের ৭ নং বেঞ্চে অবসরপ্রাপ্ত বিচারক শ্রী শুভাশিস ঘোষাল এর নেতৃত্বে তিন সদস্যর বেঞ্চ ছিল।এই বেঞ্চে সমাজকর্মী হিসাবে ‘বেঞ্চ মেম্বার ‘ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের ‘নন এডভোকেট মিডিয়েটর’ ও ‘আইনী সংবাদদাতা’ মোল্লা জসিমউদ্দিন এবং আইনজীবী মহম্মদ আরিফ । এই বেঞ্চে বন্ধন ব্যাঙ্কের ঋণখেলাপীদের নিয়ে শুনানি চলে। এই বেঞ্চে বেশিরভাগ মামলার নিস্পত্তি ঘটে। এছাড়া ২ নং বেঞ্চে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক প্লাবন মুখার্জির নেতৃত্বে রাজ্য বিদ্যুৎ পর্ষদের মামলা গুলি এবং ১২ নং বেঞ্চে অবসরপ্রাপ্ত বিচারক শ্রী অসীম দেবনাথের নেতৃত্বে বেঞ্চে ইউকো ব্যাঙ্ক ও পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের মামলা গুলির নিস্পত্তি ঘটে।হাওড়া জাতীয় লোক আদালতের সচিব শ্রীমতী আর্শেয়া মুস্তাক জানিয়েছেন -“হাওড়া জেলা জুড়ে বিভিন্ন বেঞ্চে সমাজকর্মী হিসাবে যাঁরা সদস্য ছিলেন। তাঁরা হলেন শ্রী জহর দাস( প্রাক্তন সদস্য – প্রাক অলিম্পিক ভারতীয় ফুটবল দল) শ্রীমতী অপরাজিতা দাস (ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের অধ্যাপক), শ্রীমতী মহাশ্বেতা মুখার্জি ( কর্মকর্তা – দুর্বার মহিলা সমবায় সমিতি), ড: মনোরঞ্জন দেয়াশী (প্রাক্তন সিনিয়র মেডিকেল অফিসার – এনসিএইচ মেডিকেল কলেজ ও হাসপাতাল), মামন আকতার, মহম্মদ ইমতিয়াজ আহমেদ ( সম্পাদক – সংকল্প টুডে) প্রমুখ” ।হাওড়া জেলা আদালতের অন্যান্য বেঞ্চে ট্রাফিক আইন, মানি স্যুট, টাইটেল স্যুট,ব্যাংক, এনজিআর,বিদ্যুৎ, টাইটেল স্যুট, ইউকো ব্যাঙ্ক,মোটর দুর্ঘটনা প্রভৃতি বিষয়ক মামলার নিস্পত্তি ঘটে।