সুস্থ পরিবেশ গঠনের উদ্দেশ্যে – পানপুর চ্যালেঞ্জ কাপ

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :- গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভার ভান্ডারগাছা গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত পানপুর স্কুল মাঠ – এ ছোটদের মোবাইল আসক্তি নির্মূল করতে, পরিবেশ ও তার বিলুপ্ত প্রায় জীবকূল রক্ষার্থে একদিন ব্যাপী ৮ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা ‘ পানপুর চ্যালেঞ্জ কাপ ‘ অনুষ্ঠিত হল।এই এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পানপুর ৯ সি -র পরিচালনায়। পানপুর এর বুকে ছোটদের মোবাইল এর আসক্তি নির্মূল করতে, পরিবেশ ও তার বিলুপ্ত প্রায় জীবকূল রক্ষার্থে,গ্ৰাম – জেলা – রাজ্যকে শ্রেষ্ঠ খেলোয়াড় উপহার দিতে, মানুষকে সুস্থ রাখতে, বিশুদ্ধ অক্সিজেন গ্ৰহণের বার্তা নিয়ে পানপুর স্কুল মাঠ সারাদিন কেঁপে উঠলো। ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে শিশু – কিশোর – যুবদের মোবাইল আসক্তি কমানো, পরিবেশকে রক্ষা করার বার্তা দেওয়ার চেষ্টা সত্যিই অনন্য প্রচেষ্টা। এই খেলার আয়োজনের মুখ্য উদ্দেশ্য খেলার মাধ্যমে শিশু – কিশোর – যুব সমাজকে মোবাইল এর আসক্তি থেকে সরিয়ে আনা, মানুষকে সচেতন করা, গাছ না কাটা, পুকুর – খাল – বিল – নদী – জলাশয় – নয়নজুলির জলকে পরিশুদ্ধ রাখা,নয়নজুলি, পুকুর,খাল বুজিয়ে নির্মাণ কাজ না করা, প্লাস্টিক দূরিকরণে প্লাস্টিক ব্যবহার না করা, বন্যপ্রাণী সংরক্ষণ করা ইত্যাদি। এই সচেতনতা বাহী ফুটবল প্রতিযোগিতা প্রসঙ্গে এই খেলার মূল উদ্যোক্তা পানপুর ৯ সি – র সুজিত ঘোষ বলেন, ” আমরা এই খেলা বহুদিন ধরে চালিয়ে আসছি। লকডাউনের সময় আমরা এই খেলা চালাতে পারি নি। এই ফুটবল খেলার এই বৎসরে আমাদের মূল বার্তা ‘ মোবাইল ছাড়ো – মাঠে ফেরো, ‘ গাছ লাগান – প্রাণ বাঁচান, ‘ ভূগর্ভস্থ জল অপচয় বন্ধ করুন ‘, ‘ পরিবেশের ভারসাম্য বজায় রাখুন ‘ , ‘ বন্যপ্রাণী সংরক্ষণ করুন ‘ । আমরা লক্ষ্য করছি ছোটো ছোটো শিশুরা – কিশোর – যুবরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে।গ্ৰাম – বাংলায় খেলার মাঠ আছে কিন্তু খেলার ছেলে পাওয়া যায় না। মোবাইলে আসক্ত আমরা নির্মূল করার চেষ্টা করছি। শিশু – কিশোর – যুবকদের আমরা মাঠে আনার চেষ্টা করছি।যাতে আগামী দিনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে ওঠে।গ্ৰাম – বাংলা থেকে প্রতিভাধর খেলোয়াড় উঠে আসুক। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য গ্ৰাম – বাংলার ছেলেরা খেলার মাধ্যমে তাদের নিজেদের পারদর্শিতা দেখিয়ে গ্ৰাম – জেলা – রাজ্যের নাম উজ্জ্বল করুক। খেলাধুলার মানোন্নয়নের জন্য আমরা এখানে একটা ফুটবল অ্যাকাডেমি গড়ে তোলার চেষ্টা করছি “। একদিন ব্যাপী ৮ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতায় আমতা ৭ স্টার, ব্যাচেলার ৭ স্টার,এস – এম এন্টারপ্রাইজ, উলুবেড়িয়া মেট্রো ক্লাব, নবজাগরণ সংঘ, ক্লাসিক ক্যাটারার,খালনা খেলাঘর,ডোমজুড় জনতা গ্যারেজ দলগুলি অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ের ফুটবল খেলাটি আমতা ৭ স্টার এবং ডোমজুড় জনতা গ্যারেজ এর মধ্যে অনুষ্ঠিত হল। চূড়ান্ত পর্যায়ের ফুটবল খেলায় ডোমজুড় জনতা গ্যারেজ জয়লাভ করে। সারাদিন ব্যাপী এই খেলায় উপস্থিত ছিলেন চন্দ্রপুর ফাঁড়ির স্বর্ণাভ রায়,ভান্ডারগাছা গ্ৰাম পঞ্চায়েতের প্রধান নিপা বসু,সদস্যা পম্পা ভোঁড়, বিশিষ্ট সমাজসেবী লক্ষ্মীকান্ত টাট, বিশিষ্ট সমাজসেবী গৌতম বেরা,পানপুর স্কুলের প্রধান শিক্ষক অনুপম ঘোষ,সহঃ শিক্ষক বরুণ ঘোষ সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। চূড়ান্ত পর্যায়ের ফুটবল খেলার জয়ী ও পরাজিত দলকে সুদৃশ্য ট্রফি,নগদ অর্থ ছাড়াও প্রতিটি খেলোয়াড়কে উপহার, অংশগ্রহণকারী ৮ টি দলের শ্রেষ্ঠ খেলোয়াড়দের পুরষ্কার, চূড়ান্ত পর্যায়ের শ্রেষ্ঠ খেলোয়াড়দের পুরষ্কৃত করা হয়। এছাড়াও পি বি এফ অ্যাকাডেমি – র পরিচালনায় সুজিত কুমার ঘোষ এর উদ্যোগে পানপুর ইউ(আন্ডার )১৫ চ্যালেঞ্জ কাপ এর চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হল রাকেশ অ্যাকাডেমি এবং ভান্ডারগাছা – কাজিরবেড়িয়া নবজাগরণ সংঘ – র মধ্যে। এই খেলায় রাকেশ অ্যাকাডেমি উইনার্স এবং ভান্ডারগাছা নবজাগরণ সংঘ রাণার্স এর যোগ্যতা অর্জন করে। সমগ্ৰ খেলার এবং অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দু’ টি খেলার উদ্যোক্তা সুজিত কুমার ঘোষ।

সুস্থ পরিবেশ গঠনের উদ্দেশ্যে – পানপুর চ্যালেঞ্জ কাপ

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :- গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভার ভান্ডারগাছা গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত পানপুর স্কুল মাঠ – এ ছোটদের মোবাইল আসক্তি নির্মূল করতে, পরিবেশ ও তার বিলুপ্ত প্রায় জীবকূল রক্ষার্থে একদিন ব্যাপী ৮ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা ‘ পানপুর চ্যালেঞ্জ কাপ ‘ অনুষ্ঠিত হল।এই এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পানপুর ৯ সি -র পরিচালনায়। পানপুর এর বুকে ছোটদের মোবাইল এর আসক্তি নির্মূল করতে, পরিবেশ ও তার বিলুপ্ত প্রায় জীবকূল রক্ষার্থে,গ্ৰাম – জেলা – রাজ্যকে শ্রেষ্ঠ খেলোয়াড় উপহার দিতে, মানুষকে সুস্থ রাখতে, বিশুদ্ধ অক্সিজেন গ্ৰহণের বার্তা নিয়ে পানপুর স্কুল মাঠ সারাদিন কেঁপে উঠলো। ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে শিশু – কিশোর – যুবদের মোবাইল আসক্তি কমানো, পরিবেশকে রক্ষা করার বার্তা দেওয়ার চেষ্টা সত্যিই অনন্য প্রচেষ্টা। এই খেলার আয়োজনের মুখ্য উদ্দেশ্য খেলার মাধ্যমে শিশু – কিশোর – যুব সমাজকে মোবাইল এর আসক্তি থেকে সরিয়ে আনা, মানুষকে সচেতন করা, গাছ না কাটা, পুকুর – খাল – বিল – নদী – জলাশয় – নয়নজুলির জলকে পরিশুদ্ধ রাখা,নয়নজুলি, পুকুর,খাল বুজিয়ে নির্মাণ কাজ না করা, প্লাস্টিক দূরিকরণে প্লাস্টিক ব্যবহার না করা, বন্যপ্রাণী সংরক্ষণ করা ইত্যাদি। এই সচেতনতা বাহী ফুটবল প্রতিযোগিতা প্রসঙ্গে এই খেলার মূল উদ্যোক্তা পানপুর ৯ সি – র সুজিত ঘোষ বলেন, ” আমরা এই খেলা বহুদিন ধরে চালিয়ে আসছি। লকডাউনের সময় আমরা এই খেলা চালাতে পারি নি। এই ফুটবল খেলার এই বৎসরে আমাদের মূল বার্তা ‘ মোবাইল ছাড়ো – মাঠে ফেরো, ‘ গাছ লাগান – প্রাণ বাঁচান, ‘ ভূগর্ভস্থ জল অপচয় বন্ধ করুন ‘, ‘ পরিবেশের ভারসাম্য বজায় রাখুন ‘ , ‘ বন্যপ্রাণী সংরক্ষণ করুন ‘ । আমরা লক্ষ্য করছি ছোটো ছোটো শিশুরা – কিশোর – যুবরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে।গ্ৰাম – বাংলায় খেলার মাঠ আছে কিন্তু খেলার ছেলে পাওয়া যায় না। মোবাইলে আসক্ত আমরা নির্মূল করার চেষ্টা করছি। শিশু – কিশোর – যুবকদের আমরা মাঠে আনার চেষ্টা করছি।যাতে আগামী দিনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে ওঠে।গ্ৰাম – বাংলা থেকে প্রতিভাধর খেলোয়াড় উঠে আসুক। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য গ্ৰাম – বাংলার ছেলেরা খেলার মাধ্যমে তাদের নিজেদের পারদর্শিতা দেখিয়ে গ্ৰাম – জেলা – রাজ্যের নাম উজ্জ্বল করুক। খেলাধুলার মানোন্নয়নের জন্য আমরা এখানে একটা ফুটবল অ্যাকাডেমি গড়ে তোলার চেষ্টা করছি “। একদিন ব্যাপী ৮ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতায় আমতা ৭ স্টার, ব্যাচেলার ৭ স্টার,এস – এম এন্টারপ্রাইজ, উলুবেড়িয়া মেট্রো ক্লাব, নবজাগরণ সংঘ, ক্লাসিক ক্যাটারার,খালনা খেলাঘর,ডোমজুড় জনতা গ্যারেজ দলগুলি অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ের ফুটবল খেলাটি আমতা ৭ স্টার এবং ডোমজুড় জনতা গ্যারেজ এর মধ্যে অনুষ্ঠিত হল। চূড়ান্ত পর্যায়ের ফুটবল খেলায় ডোমজুড় জনতা গ্যারেজ জয়লাভ করে। সারাদিন ব্যাপী এই খেলায় উপস্থিত ছিলেন চন্দ্রপুর ফাঁড়ির স্বর্ণাভ রায়,ভান্ডারগাছা গ্ৰাম পঞ্চায়েতের প্রধান নিপা বসু,সদস্যা পম্পা ভোঁড়, বিশিষ্ট সমাজসেবী লক্ষ্মীকান্ত টাট, বিশিষ্ট সমাজসেবী গৌতম বেরা,পানপুর স্কুলের প্রধান শিক্ষক অনুপম ঘোষ,সহঃ শিক্ষক বরুণ ঘোষ সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। চূড়ান্ত পর্যায়ের ফুটবল খেলার জয়ী ও পরাজিত দলকে সুদৃশ্য ট্রফি,নগদ অর্থ ছাড়াও প্রতিটি খেলোয়াড়কে উপহার, অংশগ্রহণকারী ৮ টি দলের শ্রেষ্ঠ খেলোয়াড়দের পুরষ্কার, চূড়ান্ত পর্যায়ের শ্রেষ্ঠ খেলোয়াড়দের পুরষ্কৃত করা হয়। এছাড়াও পি বি এফ অ্যাকাডেমি – র পরিচালনায় সুজিত কুমার ঘোষ এর উদ্যোগে পানপুর ইউ(আন্ডার )১৫ চ্যালেঞ্জ কাপ এর চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হল রাকেশ অ্যাকাডেমি এবং ভান্ডারগাছা – কাজিরবেড়িয়া নবজাগরণ সংঘ – র মধ্যে। এই খেলায় রাকেশ অ্যাকাডেমি উইনার্স এবং ভান্ডারগাছা নবজাগরণ সংঘ রাণার্স এর যোগ্যতা অর্জন করে। সমগ্ৰ খেলার এবং অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দু’ টি খেলার উদ্যোক্তা সুজিত কুমার ঘোষ।