নিজস্ব প্রতিনিধি বিলকান্দা: দীর্ঘ ৩৪ বছরের বাম আমলের অবসান ঘটিয়ে বাম শাসনকে পরাস্ত করে ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসেন মা মাটি মানুষের সরকার। আর সেই মা মাটি মানুষের সরকারের প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে চালু করেছিলেন দুয়ারে সরকার। সারা রাজ্যে অভূতপূর্ব সাড়া মিলেছিল এই দুয়ারে সরকার কর্মসূচিতে। এবার তিনি সরকারি পরিষেবাকে মানুষের আরও কাছে নিয়ে যেতে সারা রাজ্যে চালু করলেন আমাদের পাড়া আমাদের সমাধান।

আর তারই ফলস্বরূপ আজ বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শহর পুর অঞ্চলে রাজ্য সরকারের “আমাদের পাড়া, আমাদের সমাধান” এবং “দুয়ারে সরকার” কর্মসূচির এক বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হল। এই ক্যাম্পে সাধারণ মানুষ তাদের এলাকাভিত্তিক নানা সমস্যার সমাধানের লক্ষ্যে মোট ১৬টি ধাপে বিভিন্ন প্রকল্পের আবেদন জমা দেওয়ার সুযোগ পান।ক্যাম্পে প্রতি তিনটি বুথ মিলে একটি ক্যাম্প গঠিত হয় এবং প্রতিটি বুথে রাজ্য সরকারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা করে বরাদ্দের ঘোষণা করা হয়েছে। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ অধ্যাপক শ্যামাপদ রায়, বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা দাস, উপ-প্রধান প্রবীর দাস বাবাই, শহরপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম ঢালী, বোদাই তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ রাজা, পঞ্চায়েতের সঞ্চালক স্বপ্না রায়, তাপস বিশ্বাস, আলমগীর আলী, পঞ্চায়েত সদস্য শর্মিষ্ঠা ঢালী, মালা মজুমদার, প্রাক্তন পঞ্চায়েত সদস্য শ্যামল মজুমদার সহ সমস্ত জনপ্রতিনিধি ও দলীয় কর্মীবৃন্দরা। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং জনপ্রতিনিধিদের সক্রিয় উপস্থিতি এই কর্মসূচিকে আরও কার্যকর ও সফল করে তোলে। সাধারণ মানুষ তাঁদের সমস্যার কথা সরাসরি জানিয়ে সমাধানের পথ খুঁজে পেতে পেরে খুশি।