ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- সম্প্রীতি বর্ধমান জেলায় অনুষ্ঠিত হয়ে গেল মৌ মিএ বিশ্বাসের পরিচালনায় মিস ক্রাউন ফ্লোরিনা সিজন ২। মূলত বর্ধমান জেলা থেকে অংশগ্রহণ করেছিলেন বহু প্রতিযোগী এবং মিস বিভাগে সেরা মডেলের তকমা পান তৃনা সরকার। সেরা তকমা পাওয়ার পর তিনি বিশ্ব বাংলা নিউজকে তার একটি ইন্টারভিউ দেন এবং সেটি তুলে ধরা হলো দর্শকদের মধ্যে। তৃনা সরকার বর্ধমান বিদ্যারথী গার্লস হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। বেশ অল্প বয়স থেকেই তার মডেলিং এর একটি প্রবণতা ছিল এবং সেটি বাস্তবে আনার পিছনে তার খাটনি ছিল অপরিসীম। প্রথমদিকে বেশ কিছু ধরনের শুট করতেন যায় মধ্যে ব্রাইডাল, আগমনী,হোর্ডিং, গয়না সহ আরো অনেক কিছু। এমনই করতে করতে তার সাথে পরিচয় হয় ক্রাউন ফ্লোরিনার কর্ণধার মৌ মিএ বিশ্বাসের এবং তার অনুষ্ঠানে তিনি প্রথম অংশগ্রহণ করেন গত ৩১শে ডিসেম্বর। তারপর থেকেই উৎসাহের সঙ্গে আরও অনেক এমন বিউটি পেজেন্টা-তে তিনি অংশগ্রহণ করেন এবং বহু পুরস্কার ভূষিত হন । সাথে সাথে দর্শকদেরও মন জয় করে নেন দিনে দিনে। সর্বশেষে এত সমস্ত প্রেজেন্টা-তে অংশগ্রহণ করে এবং শিখে তিনি অংশগ্রহণ করেন ক্রাউন ফ্লোরিনাতে এবং সেখানে মিস ক্যাটেগরিতে তিনি সেরা হিসেবে নির্বাচিত হন এবং তার জীবনে প্রথম সাফল্য পান। তার এই মডেলিং জগতে আসার পেছনে মূল কারিগর মৌ মিত্র বিশ্বাস যিনি একজন গৃহবধূ হওয়া সত্বেও বহু নবজাতক মডেলদের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরবার জন্য এমন সুন্দর একটি ব্যবস্থাপন করেছেন। শুধু তাই নয় যেমন কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে আর তারই একটি বড় প্রমাণ তিনি নিজেই কারণ এই সমস্ত কাজ তিনি বাড়ির কাজ সামলেই করছেন। অতএব তার কাছে যদি একজন এত কিছু করতে পারে তবে তিনিও সেই পথে হাঁটতে পারে এবং সেই উপলক্ষেই তার এখানে আসা। তার চোখে এখনকার ফ্যাশান ইন্ডাস্ট্রি খুব দ্রুতভাবে এগিয়ে চলেছে এবং সেই গুলি মানুষজন গ্রহণ করছেন। প্রথমদিকে ফ্যাশান বলতে বোঝানো যেত কাকে কত সুন্দর দেখতে কিন্তু এখন দেখার সাথে তার কনফিডেন্স এবং নিজেকে জনসমক্ষে সামনে তুলে ধরাটা অনেকটা ফারাক ফেলে। এছাড়াও সমস্ত ধরনের মানুষের জন্য এখন এই ইন্ডাস্ট্রিটি তাদের কাজকর্ম তুলে ধরছে যেটিকে তিনি কুর্নিশ জানান। এর ফলে নতুন প্রতিভা এবং বহু নতুন ধরনের ডিজাইনের পোশাক-আশাক জনগণের সামনে আসছে এবং মানুষজন গ্রহণও করছেন যেটি একটি বড় বিষয় আজকালকার ফ্যাশন জগতে। এমনই ভাবে তিনি স্বপ্ন দেখেন যে নিজের চেষ্টায় এবং নিজের লড়াই করে একদিন একটি বড় জায়গায় পৌঁছাবেন এবং নিজের মাধ্যমে তিনি ভারতকে প্রতিনিধিত্ব করবেন ও একজন বড় সুপার মডেল ও অভিনেত্রী হওয়ার।