রাজ্যজুড়ে আজ পালিত পুলিশ দিবস

মোহাম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়া: আজ ১ লা সেপ্টেম্বর। রাজ্যজুড়ে আজ পালিত পুলিশ দিবস। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিশেষ উদ্যোগে প্রতিবছর এই দিনটি পুলিশ দিবস হিসেবে পালন করা হয়। সেই মোতাবেক অন্যান্য জেলার পাশাপাশি বাঁকুড়া জেলা পুলিশ লাইনে আজ সোমবার অনুষ্ঠিত হলো এই পুলিশ দিবস। এই দিন সকালে জেলা পুলিশ লাইনে বিশেষ মহড়া, প্যারেড এর মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। এই বিষয়ে জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি (IPS) বলেন পুলিশ প্রশাসন সারা বছরেই প্রতিটি দিনেই কাজ করে, তবে বছরের এই আজকের বিশেষ দিনে সাধারণ মানুষ আসেন পুলিশ কর্মচারী থেকে শুরু করে আধিকারিকদের সম্মান জানান। এতে আমরা গর্বিত। আমরা মনে করি মানুষের আস্থা, ভরসা পুলিশের প্রতি বজায় রাখা আমাদের কর্তব্য। আজকের দিনে আমরা সকলে শপথনি সারা বছর মানুষ ভরসা, আজ থাকে বজায় রাখব। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ছাড়াও বাঁকুড়া হেডকোয়াটার আইজি শেষরাম ঝাজারিয়া মহাশয় এছাড়াওঅতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি মহাশয় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

রাজ্যজুড়ে আজ পালিত পুলিশ দিবস

মোহাম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়া: আজ ১ লা সেপ্টেম্বর। রাজ্যজুড়ে আজ পালিত পুলিশ দিবস। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিশেষ উদ্যোগে প্রতিবছর এই দিনটি পুলিশ দিবস হিসেবে পালন করা হয়। সেই মোতাবেক অন্যান্য জেলার পাশাপাশি বাঁকুড়া জেলা পুলিশ লাইনে আজ সোমবার অনুষ্ঠিত হলো এই পুলিশ দিবস। এই দিন সকালে জেলা পুলিশ লাইনে বিশেষ মহড়া, প্যারেড এর মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। এই বিষয়ে জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি (IPS) বলেন পুলিশ প্রশাসন সারা বছরেই প্রতিটি দিনেই কাজ করে, তবে বছরের এই আজকের বিশেষ দিনে সাধারণ মানুষ আসেন পুলিশ কর্মচারী থেকে শুরু করে আধিকারিকদের সম্মান জানান। এতে আমরা গর্বিত। আমরা মনে করি মানুষের আস্থা, ভরসা পুলিশের প্রতি বজায় রাখা আমাদের কর্তব্য। আজকের দিনে আমরা সকলে শপথনি সারা বছর মানুষ ভরসা, আজ থাকে বজায় রাখব। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ছাড়াও বাঁকুড়া হেডকোয়াটার আইজি শেষরাম ঝাজারিয়া মহাশয় এছাড়াওঅতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি মহাশয় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।