বাঁকুড়ায় শুরু হল তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা ২০২৫

মোহাম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়া: বাঁকুড়ায় শুরু হল তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা ২০২৫। রবিবার সন্ধ্যায় জেলাপরিষদের অডিটোরিয়াম প্রাঙ্গণে চতুর্থ বর্ষের এই তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা উদ্বোধন হলো। উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। এই মেলা চলবে আগামী ৯ তারিখ পর্যন্ত। বাঁকুড়ার সহ আশেপাশে জেলার তাঁত শিল্পীদের হাতের তৌরি সামগ্রী নিয়ে এবার মোট ৫৭ টি স্টল করা হয়েছে। জেলায় তাঁতের শাড়ি সহ বিভিন্ন বস্ত্রের চাহিদা থাকে বছরের প্রতিটি সময়। তবে পুজোর মরশুমে এই চাহিদা কিছুটা বৃদ্ধি পায়। তবে পূজোর আগে জেলার তাঁত শিল্পপ্রেমী মানুষের তাঁত বস্ত্রের এই সম্ভার উপরই পাওনা তা বলাই যায়। এই দিন এই মেলার উদ্বোধন করেই মন্ত্রী জ্যোৎস্না মান্ডি ধন্যবাদ জানান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এই দিন তিনি বলেন এই ধরনের শিল্প মেলার মাধ্যমে গ্রামীণ শিল্পীরা অর্থনৈতিক দিক থেকে অনেকটাই লাভবান হন। অন্যদিকে এই বিষয়ে এই বিষয়ে রাজ্যের টেক্সটাইল ও হেণ্ডলুম বিভাগের জয়েন্ট ডাইরেক্টর ডা আশিসরমন ব্যানার্জি বলেন পূজোর আগের রাজ্যের বিভিন্ন জেলায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বাংলার শিল্পীদের অর্থনৈতিকভাবে সাহায্যের জন্য এই শিল্প মেলা।এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি ছাড়াও বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়, সহ সভাধিপতি পরিতোষ কিস্কু, পৌর প্রধান অলোকা সেন মজুমদার, উপ পৌর প্রধান হীরণ চট্টরাজ, বড়জোড়া বিধায়ক অলোক মুখার্জি সহ প্রশাসনিক আধিকারিকগণ।

বাঁকুড়ায় শুরু হল তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা ২০২৫

মোহাম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়া: বাঁকুড়ায় শুরু হল তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা ২০২৫। রবিবার সন্ধ্যায় জেলাপরিষদের অডিটোরিয়াম প্রাঙ্গণে চতুর্থ বর্ষের এই তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা উদ্বোধন হলো। উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। এই মেলা চলবে আগামী ৯ তারিখ পর্যন্ত। বাঁকুড়ার সহ আশেপাশে জেলার তাঁত শিল্পীদের হাতের তৌরি সামগ্রী নিয়ে এবার মোট ৫৭ টি স্টল করা হয়েছে। জেলায় তাঁতের শাড়ি সহ বিভিন্ন বস্ত্রের চাহিদা থাকে বছরের প্রতিটি সময়। তবে পুজোর মরশুমে এই চাহিদা কিছুটা বৃদ্ধি পায়। তবে পূজোর আগে জেলার তাঁত শিল্পপ্রেমী মানুষের তাঁত বস্ত্রের এই সম্ভার উপরই পাওনা তা বলাই যায়। এই দিন এই মেলার উদ্বোধন করেই মন্ত্রী জ্যোৎস্না মান্ডি ধন্যবাদ জানান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এই দিন তিনি বলেন এই ধরনের শিল্প মেলার মাধ্যমে গ্রামীণ শিল্পীরা অর্থনৈতিক দিক থেকে অনেকটাই লাভবান হন। অন্যদিকে এই বিষয়ে এই বিষয়ে রাজ্যের টেক্সটাইল ও হেণ্ডলুম বিভাগের জয়েন্ট ডাইরেক্টর ডা আশিসরমন ব্যানার্জি বলেন পূজোর আগের রাজ্যের বিভিন্ন জেলায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বাংলার শিল্পীদের অর্থনৈতিকভাবে সাহায্যের জন্য এই শিল্প মেলা।এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি ছাড়াও বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়, সহ সভাধিপতি পরিতোষ কিস্কু, পৌর প্রধান অলোকা সেন মজুমদার, উপ পৌর প্রধান হীরণ চট্টরাজ, বড়জোড়া বিধায়ক অলোক মুখার্জি সহ প্রশাসনিক আধিকারিকগণ।