মোহাম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়া:- বাঁকুড়া জেলা পুলিশ তথা ছাতনা থানার উদ্যোগে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে আজ শনিবার ছাতনা থানায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে পুলিশ, পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার ও স্থানীয় সাধারণ মানুষ মিলিয়ে মোট ১১৬ জন রক্তদান করেন। ছাতনা ব্লাড ব্যাংকের সহযোগিতায় আজ শনিবার সকালে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি, ডিএসপি ডিএনটি অরুণাভ দাস, ছাতনা থানার আইসি সিদ্ধার্থ সাহা, ঝাঁটিপাহাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ অনিমেষ চার, ছাতনা ফরেস্ট রেঞ্জ আধিকারিক নির্মল দাস, ছাতনা BLRO শান্তনু রায়। । আজ এই শিবিরে অংশগ্রহণকারী সকল রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় ফুলের তোড়া, সার্টিফিকেট ও গাছের চারা।