মোহাম্মদ শাহজহান আনসারী, বাঁকুড়া: বাঁকুড়ার কোতুলপুর বিধানসভা ২০২১ বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপির শক্ত ঘাঁটি, আর সেই শক্ত ঘাঁটি রক্ষা করতে ব্যর্থ বিজেপি।সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ছিনিয়ে নিল তৃণমূল ।
বাঁকুড়া জেলার কোতুলপুর পঞ্চায়েতের কোতুলপুর ফার্মার্স সার্ভিস কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন ছিল ৩৫ আসনের আর সেই ৩৫ টা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল। বিরোধী রাজনৈতিক দল প্রার্থী দিতে ব্যর্থ হল কোতুলপুরে তাই ৩৫ এর মধ্যে ৩৫-০ হলো বিরোধীরা। জয় ছিনিয়ে নিল তৃণমূল।
তবে তৃণমূলের এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় কে নিয়ে চাচা ছোলা ভাষায় আক্রমণ করতে ছাড়েন বিরোধীদল, বিজেপির নেতারা।
তাদের দাবি তৃণমূল সন্ত্রাস করে ভয় দেখিয়ে বিরোধীদের প্রার্থী দিতে দেওয়া হয়নি। প্রার্থী দিতে দিলে তৃণমূল শূন্য হাতে ফিরতে হতো তৃণমূলকে। তাই প্রার্থী দিতে দেয়নি,মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিয়েছে তৃণমূল, তাই ২০২৬ বিধানসভা নির্বাচনে বুঝিয়ে দেবে মানুষ কাদের সাথে আছে।