অভিজিৎ হাজরা , উদয়নারায়ণপুর :- বর্তমানে যুব সমাজ মোবাইলে আসক্ত হয়ে পড়েছে।তারা মানসিক দিক থেকে বিপর্যস্ত – বিধ্বস্ত, পথভ্রষ্ট। মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলছে। ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, চ্যাট, পর্ণ সাইটে আসক্ত হয়ে পড়ছে।যুব সমাজ অপসংস্কৃতির জোয়ারে ভেসে যাচ্ছে। বিরেশ্বর বিবেকানন্দ হল যুব সমাজের আইকন। বিবেকানন্দ যুব সমাজের পথ প্রদর্শক। বর্তমান সমাজ ব্যবস্থায় সমাজের মূল স্রোতে যুব সমাজকে ফিরিয়ে এনে তাদের প্রকৃত মানুষ করার জন্য বিবেকানন্দের ভাবাদর্শে যুবদের অনুপ্রাণিত করতে এক দিবসীয় যুব শিক্ষণ শিবির অনুষ্ঠিত হল উদয়নারায়ণপুরে। পাঁচারুল বিবেকানন্দ যুব মহামন্ডল এর উদ্যোগে পাঁচারুল শ্রীহরি বিদ্যামন্দির এ ১৫ তম এক দিবসীয় যুব শিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। সারাদিন ব্যাপী এই যুব শিক্ষণ শিবির এ সংঘগীতি পরিবেশন করেন উদয়নারায়ণপুর বিবেকানন্দ যুব পাঠচক্রের সুব্রত চট্টোপাধ্যায় ও অন্যান্য শিল্পীবৃন্দ। স্বদেশ মন্ত্র পাঠ করেন পাঁচারুল বিবেকানন্দ যুব মহামন্ডল এর পক্ষে অরিন্দম সিনহা।স্বাগত বক্তব্য রাখেন পাঁচারুল বিবেকানন্দ যুব মহামন্ডল এর সম্পাদক মণিন্দ্রনাথ হুদাতি। যুব মহামন্ডল এর আদর্শ, উদ্দেশ্য ও কর্মধারা প্রসঙ্গে আলোকপাত করেন প্রশান্ত সাধুখাঁ। জীবন গড়া, চরিত্র গঠন, বিবেকানন্দের জীবন ও বাণী,যুগ জননী মা সারদা প্রসঙ্গে আলোকপাত করেন যথাক্রমে শ্রীদীপ মৈত্র, অর্ক লাহা, সুব্রত পাল। সংগীত,মাতৃ সংগীত, দেশাত্মবোধক ও কিশোর বাহিনীর গান পরিবেশন করেন সুব্রত চট্টোপাধ্যায়, শ্যামসুন্দর দাস,মেঘনাথ রায় প্রমুখ শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে পাঁচারুল বিবেকানন্দ যুব মহামন্ডল, উদয়নারায়ণপুর বিবেকানন্দ যুব পাঠচক্র, অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডল আন্দুল- মৌড়ি শাখা, অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডল রামরাজাতলা শাখা, উলুবেড়িয়া বিবেকানন্দ যুব মহামন্ডল, অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডল, গঙ্গাধরপুর শাখা – র শিল্পী ও বক্তারা উপস্থিত ছিলেন। এই শিক্ষণ শিবিরে হাওড়া ও হুগলী থেকে উপস্থিত প্রায় ৪৫০ জন যুবদের প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ যুব শিক্ষণ শিবিরকে সাফল্যমণ্ডিত করে তোলে। আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের শেষে উপস্থিত প্রায় ৪৫০ জন যুব শপথ গ্ৰহণ করেন ” তারা তাদের জীবন বিবেকানন্দের ভাবাদর্শে গড়ে তুলবেন। বিবেকানন্দের দেখানো পথে এগিয়ে যাবেন। বিবেকানন্দের বাণী প্রচার করবেন।এর পাশাপাশি তারা তাদের বন্ধু, সমাজের কিশোর থেকে যুব সমাজকে বিবেকানন্দের ভাবাদর্শে অনুপ্রাণিত করে বিবেকানন্দের দেখানো পথে চলার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পথপ্রদর্শক হিসেবে নিজেদের নিয়োজিত করবেন ” । যুবদের অভিভাবক – অভিভাবকদের নিয়ে ও আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।