খাদিমুল ইসলাম, বানারহাট:- শনিবার থেকে শুরু হলো জলপাইগুড়ি জেলা কৃষক সভার ৩৮তম জেলা সম্মেলন। সম্মেলন উপলক্ষে সকালে থেকেই ধূপগুড়ি ডাকবাংলো মাঠে জড়ো হতে থাকেন জেলার বিভিন্ন প্রান্তের কৃষকরা। দিনভর উৎসবমুখর পরিবেশে জমে ওঠে সমাবেশ।
সম্মেলনের প্রকাশ্য সভায় প্রধান আকর্ষণ ছিলেন সিপিআই(এম)-এর সর্বভারতীয় নেতা ও রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তাঁকে ঘিরে জনতার ভিড় উপচে পড়ে। কৃষকদের ন্যায্য দামের দাবি, কৃষি উৎপাদনের সমস্যা এবং বাজারমূল্য নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। কৃষক স্বার্থ রক্ষায় আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান নেতারা।
মঞ্চে উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য শলিল আচার্য, সিআইটি রাজ্য সম্পাদক জিয়াউল আলম, কৃষক সভার জেলা সম্পাদক আশীষ সরকার এবং সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদার।
দু’দিনব্যাপী এই সম্মেলনের সূচনা হয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। আগামী দিনে কালাচাঁদ দরবেশ মঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে জেলা সম্মেলনের মূল কর্মসূচি।
প্রকাশ্য সভা থেকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কৃষকবিরোধী নীতি নিয়ে তীব্র আক্রমণ শানান মোহাম্মদ সেলিম। তাঁর অভিযোগ, “বর্তমান সরকার বিষের সঙ্গে বঞ্চনাও করছে। কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না।”