নিজস্ব প্রতিনিধি, রাজারহাট: আজ প্রচেষ্টা হিউম্যান সোসাইটি ট্রাস্টের সোসাইটি ট্রাস্টের তত্ত্বাবধানে ২০২১ সাল থেকে চলতে থাকা ফ্রি কোচিং সেন্টারের নতুন ঘর উদ্বোধন হলো রাজারহাট খালপাড় এলাকার রোডে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ মোহীতোষ গায়েন, উপাধক্ষ্য সিটি কলেজ, সহ সভাপতি ওয়েবকু রাজ্য কমিটি, উপস্থিত ছিলেন সুপরিচিত বিশিষ্ট সমাজসেবী এবং সেরা বাঙালি পুরস্কারপ্রাপ্ত নন্দিনী ভট্টাচার্য মহাশয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন রাইগাছী হাই স্কুলের প্রধান শিক্ষক শঙ্খ ভট্টাচার্য, প্রাক্তন শিক্ষক ও সমাজসেবী শ্রী রঞ্জিত কুমার মন্ডল, সমাজসেবী হাসান আলী, অশোক ভৌমিক, অভি মুখার্জী, সঞ্জয় মল্লিক, উদয়ন আহমেদ প্রমূখ ব্যক্তিবর্গ।
সিটি কলেজের উপাধ্যক্ষ ও ওয়েব কুপা রাজ্য কমিটির সহ সভাপতি ড. মোহীতোষ গায়েন জানিয়েছেন “এরকম উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়েছেন, তিনি আগামী দিনে এই ফ্রী কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, এবং এই সংগঠনের উন্নতি কামনা করেছেন”, বিশিষ্ট সমাজ সেবিকা নন্দিনী ভট্টাচার্য তার বক্তব্যের মধ্যে জানিয়েছেন ” শিক্ষা মানুষকে সম্পূর্ণ মানুষ হিসাবে গড়ে তুলতে পারে, তাই ছাত্রীদের বিশেষ করে সঠিকভাবে শিক্ষা নিতে হবে, এবং নিজেকে স্বাবলম্বী করে তুলতে হবে, সোশ্যাল মিডিয়া রিলস বানানো থেকে দূরে থেকে নিজেকে আগে প্রতিষ্ঠিত করে তুলতে হবে এবং সমাজের প্রতি দায়বদ্ধ থাকতে হবে সমাজের জন্য কিছু করতে হবে।”
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক শ্রী রাজীব দত্ত জানিয়েছেন “আমরা আধারের মধ্যে আলো ফোটাতে ২০২১ থেকে এই সংগ্রামের পথে নেমেছি, নানান পরিস্থিতির সামনে আজ আমাদের সন্তান সমূহ ছাত্র-ছাত্রীদের জন্য সামান্য কিছু করতে পেরেছি, ওদের শ্রদ্ধা আর আমাদের ভালোবাসা মিলে এক হয়ে তৈরি হয়েছে এই ফ্রি কোচিং সেন্টার, আগামী দিনেও আমরা চাইবো আমাদের সাথে আরও শুভাকাঙ্ক্ষী যুক্ত হয়ে এই সংগঠন এবং আমাদের ফ্রি কোচিং সেন্টার যেন আরও দিকে দিকে ছড়িয়ে দিতে পারি, তাই আহ্বান জানাই সকল সহৃদয় ব্যক্তিকে আমাদের পাশে এগিয়ে আসার জন্য”।