মোহাম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়া: রাস্তার উপর বাইক দাঁড় করিয়ে একদল যুবককে মদ খেতে দেখে প্রতিবাদ করেছিলেন অধ্যাপক। আর তার জেরেই জুটেছিল চড়, থাপ্পড়। জুটেছিল মারধোরও। ১৪ অগাস্ট রাতের এই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগও জানিয়েছিলেন নিগৃহীত আদিবাসী অধ্যাপক। কিন্তু তারপরেও পুলিশের পদক্ষেপ মনোমত না হওয়ায় আজ ধিক্কার মিছিল করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার আদিবাসী মানুষেরা। ঘটনা বাঁকুড়ার বেলিয়াতোড়ের।
স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার বেলিয়াতোড় যামিনী রায় কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক মার্শাল সোরেন অন্যান্য দিনের মতোই ১৪ অগাস্ট রাত সাড়ে দশটা নাগাদ বাজারে নিজের কাজ সেরে বেলিয়াতোড়ের ভাড়া বাড়িতে ফিরছিলেন। যে রাস্তা দিয়ে ওই অধ্যাপক বাড়িতে ফিরছিলেন সেই রাস্তা আটকে বাইক দাঁড় করিয়ে একদল যুবককে প্রকাশ্যে মদ্যপান করতে দেখেন অধ্যাপক। অধ্যাপক তাঁর রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানানোর পাশাপাশি যুবকদের এভাবে প্রকাশ্যে মদ্যপান করার প্রতিবাদ জানান। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে যুবকেরা। অভিযোগ প্রথমে বচসা শুরু হয়। পরে অধ্যাপকের উপর চড়াও হয়ে চড় থাপ্পড় মারতে শুরু করে ওই যুবকেরা। কোনোক্রমে এলাকা ছেড়ে তখনকার মতো প্রাণে বাঁচেন ওই অধ্যাপক। পরে বেলিয়াতোড় থানায় লিখিত অভিযোগ জানান ওই অধ্যাপক। অবিলম্বে এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আজ বাঁকুড়ার বেলিয়াতোড় থানা ঘেরাও করে বিক্ষোভের ডাক দেয় আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। সেই ডাকে সাড়া দিয়ে আজ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসীরা বেলিয়াতোড়ে জমায়েত করে ধিক্কার মিছিল করে বিক্ষোভ দেখায়। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আদিবাসীরা।


