মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া: এবিভিপির জেলা শাসক দফতরে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ায়। আজ প্রবল বৃষ্টির মধ্যেই এবিভিপি কর্মীরা বাঁকুড়ার জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ ও এবিভিপি কর্মীদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের অভিযোগ তাদের শান্তিপূর্ণ বিক্ষোভে লাঠিচার্জ করেছে পুলিশ। যদিও অভিযোগ মানতে চায়নি পুলিশ। পুলিশ আট জন বিক্ষোভকারীকে আটক করেছে।
ওবিসি জটে থমকে থাকা রাজ্যের সমস্ত কলেজে ছাত্র ভর্তি প্রক্রিয়া শুরু, ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল কলেজের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু ও অবিলম্বে কলেজে কলেজে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে আজ বাঁকুড়ার জেলা শাসকের দফতরে বিক্ষোভের ডাক দেয় ছাত্র সংগঠন এবিভিপি। মুষলধারে প্রবল বৃষ্টির মাঝেই এবিভিপি কর্মীরা মিছিল করে বাঁকুড়ার জেলা শাসকের দফতরের দিকে এগোলে আইজি অফিস মোড়ের কাছে ব্যরিকেড করে পুলিশ মিছিলের পথ আটকায়। এরপর সেখানেই রাস্তায় বসে বিক্ষোভ দেখানোর সময় আচমকাই এবিভিপির বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এবিভিপির দাবি পুলিশ শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের উপর নির্বিচারে লাঠিচার্জ করে। পুলিশ লাঠিচার্জের কথা মানতে চায়নি। পুলিশের দাবি বিক্ষোভকারীরা ব্যরিকেড ভেঙে জেলা শাসকের দফতরের দিকে এগোতে চাইলে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি বেধে যায়। ঘটনায় পুলিশ মোট আট জন বিক্ষোভকারীকে আটক করেছে।