নিজস্ব প্রতিনিধি, দমদম: আজ, দমদম পৌরসভা দ্বারা পরিচালিত KMDA কর্তৃক নির্মিত পৌর সুস্বাস্থ্য কেন্দ্র -৩ এর শুভ উদ্বোধন হলো। রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে এই সুস্বাস্থ্য কেন্দ্রের দাড় উদঘাটন হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী তথা দমদমের বিধায়ক ব্রাত্য বসু, উপস্থিত ছিলেন দমদম পৌরসভার পৌর প্রধান হরেন্দর সিং ,উপ পৌরপ্রধান বরুণ নাট্ট সহ সকল পৌর প্রতিনিধিবৃন্দ এবং সাধারণ মানুষ জন। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।