বেআইনি পার্কিং এবং বেপরোয়া ছাই পরিবহনের জেরে দূষণের প্রতিবাদে অবরোধ বিজেপির

মোহাম্মদ শাজাহান আলসারী, বাঁকুড়া: জাতীয় সড়কে দিনের পর দিন বে আইনি ভাবে পার্কিং এবং বেপরোয়া ভাবে ছাই পরিবহনের ট্রাক চলাচলের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। আজ শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরীর নেতৃত্বে বিজেপি কর্মীরা বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের দূর্লভপুর মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। এই অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল বেশ কিছুক্ষণ স্তব্ধ থাকে। পরে পুলিশের আস্বাসে অবরোধ উঠে যায়।

বাঁকুড়ার মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ছাই পরিবহন নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ এলাকার মানুষের। যথাযথ নিয়ম মেনে ছাই পরিবহন না করার ফলে এলাকায় ব্যপক হারে ছড়াচ্ছে দূষণ। পরিস্থিতি এমনই যে শুখা মরসুমে ওই সড়ক দিয়ে যাতায়াত করাই রীতিমত কষ্টকর। উড়ন্ত ছাইয়ে সারা বছর ঢেকে থাকে এলাকার রাস্তাঘাট। দৃশ্যমানতা কম থাকায় ঘটে দূর্ঘটনাও। বর্ষায় রাস্তার উপর জমে থাকা ছাইয়ের সঙ্গে জল মিশে জাতীয় সড়কে জমে থাকে থিকথিকে কাদা। এছাড়াও দিন রাত ছাই পরিবহনকারী ট্রাক ও ডাম্পার জাতীয় সড়কের হাঁসপাহাড়ি মোড় থেকে লাগাপাড়া মোড় পর্যন্ত দুদিকে সার দিয়ে দাঁড়িয়ে থাকায় ওই এলাকায় প্রায়শই ঘটছে দূর্ঘটনা। বিজেপির দাবি একের পর এক দূর্ঘটনার পরেও বে আইনি পার্কিং ও ছাই পরিবহনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানা হচ্ছে কিনা তা দেখভাল করেনা পুলিশ। স্থানীয় দুর্লভপুর ট্রাক ওনার্স এসোসিয়েশনও এব্যপারে নিরভ ভূমিকা পালন করে। অবিলম্বে এলাকার দূষণ রোধে ছাই পরিবহনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও বে আইনি পার্কিং রোধে প্রয়োজনীয় পদক্ষেপ করা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

বেআইনি পার্কিং এবং বেপরোয়া ছাই পরিবহনের জেরে দূষণের প্রতিবাদে অবরোধ বিজেপির

মোহাম্মদ শাজাহান আলসারী, বাঁকুড়া: জাতীয় সড়কে দিনের পর দিন বে আইনি ভাবে পার্কিং এবং বেপরোয়া ভাবে ছাই পরিবহনের ট্রাক চলাচলের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। আজ শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরীর নেতৃত্বে বিজেপি কর্মীরা বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের দূর্লভপুর মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। এই অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল বেশ কিছুক্ষণ স্তব্ধ থাকে। পরে পুলিশের আস্বাসে অবরোধ উঠে যায়।

বাঁকুড়ার মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ছাই পরিবহন নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ এলাকার মানুষের। যথাযথ নিয়ম মেনে ছাই পরিবহন না করার ফলে এলাকায় ব্যপক হারে ছড়াচ্ছে দূষণ। পরিস্থিতি এমনই যে শুখা মরসুমে ওই সড়ক দিয়ে যাতায়াত করাই রীতিমত কষ্টকর। উড়ন্ত ছাইয়ে সারা বছর ঢেকে থাকে এলাকার রাস্তাঘাট। দৃশ্যমানতা কম থাকায় ঘটে দূর্ঘটনাও। বর্ষায় রাস্তার উপর জমে থাকা ছাইয়ের সঙ্গে জল মিশে জাতীয় সড়কে জমে থাকে থিকথিকে কাদা। এছাড়াও দিন রাত ছাই পরিবহনকারী ট্রাক ও ডাম্পার জাতীয় সড়কের হাঁসপাহাড়ি মোড় থেকে লাগাপাড়া মোড় পর্যন্ত দুদিকে সার দিয়ে দাঁড়িয়ে থাকায় ওই এলাকায় প্রায়শই ঘটছে দূর্ঘটনা। বিজেপির দাবি একের পর এক দূর্ঘটনার পরেও বে আইনি পার্কিং ও ছাই পরিবহনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানা হচ্ছে কিনা তা দেখভাল করেনা পুলিশ। স্থানীয় দুর্লভপুর ট্রাক ওনার্স এসোসিয়েশনও এব্যপারে নিরভ ভূমিকা পালন করে। অবিলম্বে এলাকার দূষণ রোধে ছাই পরিবহনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও বে আইনি পার্কিং রোধে প্রয়োজনীয় পদক্ষেপ করা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।