মোহাম্মদ শাজাহান আনসারী,বাঁকুড়া: ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। বাঁকুড়ার রাইপুরের মোটগোদায় বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ সিপিআইএমের। রাস্তার উপর চেঞ্চ নিয়ে বসে চলে পথ অবরোধ। বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়ক নির্মাণে বেনিয়মের অভিযোগ তুলে এই অবরোধ ও বিক্ষোভ বলে জানাগেছে । অন্দোলনকারীদের দাবি প্রায় একশ কোটির ও বেশি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়ক। সেই রাস্তা নির্মান কাজ শেষ হওয়ার আগেই রাস্তা ছোট বড় গর্তে অধিকাংশ জায়গা ভরে গেছে বলে অভিযোগ। পাশাপাশি অবৈজ্ঞানিকভাবে এই রাস্তায় বাম্পার তৈরি করা হয়েছে বলেও অভিযোগ আন্দোলনকারীদের। কিছুদিন আগেই দূর্ঘটনা এড়াতে মটগোদা এলাকার বাসিন্দাদের একাংশ নিজেরা উদ্যোগ নিয়ে এই রাস্তার গর্ত ভরাট করেন। এদিন সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ এই অবরোধ শুরু হয় পথ অবরোধ। অবরোধের জেরে আটকে পড়ে একাধিক যানবাহন।ঘটনাস্থলে আসে রাইপুর থানার পুলিশ ও পূর্ত দফতরের আধিকারিক এবং রাইপুরের বিডিও। তিনি কি বললেন শুনুন,,, অন্যদিকে আধিকারিকদের সামনেই ক্ষোভ উগরে দেন DYFI নেতৃত্ব এবং সিপিআইএম নেতৃত্বে। আন্দোলনকারীদের দাবী আগামী পুজোর আগেই এই রাস্তা মেরামত করা হবে আমাদের জানানো হয়েছে যদি তা না হয় তা হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলন হবে দাবী, আন্দোলনকারীদের।