মোহাম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়া: বাঁকুড়া স্টেশনে উঠলো উল্টো পতাকা। পতাকা উত্তোলনের পর বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি বিষয়টি সংশোধন করে আবার সোজা ভাবে পতাকা তোলা হয়। ঘটনার কথা কার্যত স্বীকার করে নিয়ে স্টেশন কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়া স্টেশনের ২ ও ৩ নম্বর প্লাটফর্মে এদিন রেলের একটি বিভাগের তরফে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের আয়োজন করা হয়। নির্দিষ্ট সময়ে রেলের ওই বিভাগের ওই আধিকারিকরা পতাকা উত্তোলন করেন। কিন্তু পতাকা উত্তোলনের সময় তা উড়তে শুরু করতেই দেখা যায় পতাকার সবুজ অংশ উপরে রয়েছে। নীচে রয়েছে গেরুয়া অংশ। এরপরই তড়িঘড়ি পতাকা নামিয়ে ফের সংশোধন করে তা উত্তোলন করা হয়। কিন্তু ততক্ষণে সেই উল্টো পতাকা উত্তলনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্টেশন কর্তৃপক্ষের দাবি বাঁধার ভুলেই এমন ঘটনা ঘটেছে তবে যথাসম্ভব তাড়াতাড়ি তা সংশোধন করে দেওয়া হয়েছে।