টোটোতে চাপলেই ফ্রি সার্ভিস! স্বাধীনতা দিবসে অভিনব উদ্যোগ প্রাচীন পৌরশহর সোনামুখীতে

মহম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া : আজ ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস।দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে আজকের এই দিন। শহর থেকে গ্রাম অলিতে গলিতে শোনা যাচ্ছে দেশাত্ববোধক গান।তার অন্যথা হয়নি বাঁকুড়ার সুপ্রাচীন পৌরশহর সোনামুখীতে। এই শহরের আনাচে-কানাচে জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে সারা শহর যেন গেরুয়া সাদা সবুজে ঢেকেছে।

এই শহরে স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখার জন্য সম্পূর্ণ ভিন্ন ধর্মের এক চিত্র দেখা গেল। ‘টোটো তে চাপলেই ফ্রি’।সে স্টেশন থেকে শহরের অভিমুখে হোক বা শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা থেকে শহরের অন্য কোনায় যেখানেই যাবেন মিলবে ফ্রি টোটো সার্ভিস। স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে অভিনব উদ্যেগ।আর এই উদ্যোগের মূল কারিগর বিশিষ্ট সমাজসেবী বাবলি গোস্বামী । সহযোগিতায় সোনামুখী আই.এন.টি.টি.ইউ.সি পৌর টোটো সার্ভিস ইউনিয়ন। আজ সারাদিনব্যাপী মিলবে এই সার্ভিস।দীর্ঘদিন ধরেই তাদের ইচ্ছে অভিনব কিছু করার,তাই এই পরিকল্পনার বাস্তবায়ন বলেই জানিয়েছেন তারা।

সোনামুখীর পৌরপিতা সন্তোষ মুখার্জী জানান, ওনাদের এই উদ্যোগকে আন্তরিকভাবে ধন্যবাদ সোনামুখী পৌরসভার তরফ থেকে।তাদের এই মহতী উদ্যোগ সারা সোনামুখীবাসির কাছে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছে।

অন্যদিকে বিশিষ্ট সমাজসেবী বাবলি গোস্বামী বলেন , প্রায় ২০০ টোটো আজকে এই ফ্রী সার্ভিস দেবে এবং প্রত্যেক বছর আমরা এই কর্মসূচি করে থাকি । এর ফলে সাধারণ মানুষরা ভীষণভাবে উপকৃত হবে ।

একজন টোটো চালকের দিনভর ২০০ থেকে ৩০০ টাকা কামাই তাতেই চলে তাদের সংসার।তার মধ্যিখানেও এই ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সমাজের প্রত্যেকটা স্তরের মানুষজন।

টোটোতে চাপলেই ফ্রি সার্ভিস! স্বাধীনতা দিবসে অভিনব উদ্যোগ প্রাচীন পৌরশহর সোনামুখীতে

মহম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া : আজ ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস।দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে আজকের এই দিন। শহর থেকে গ্রাম অলিতে গলিতে শোনা যাচ্ছে দেশাত্ববোধক গান।তার অন্যথা হয়নি বাঁকুড়ার সুপ্রাচীন পৌরশহর সোনামুখীতে। এই শহরের আনাচে-কানাচে জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে সারা শহর যেন গেরুয়া সাদা সবুজে ঢেকেছে।

এই শহরে স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখার জন্য সম্পূর্ণ ভিন্ন ধর্মের এক চিত্র দেখা গেল। ‘টোটো তে চাপলেই ফ্রি’।সে স্টেশন থেকে শহরের অভিমুখে হোক বা শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা থেকে শহরের অন্য কোনায় যেখানেই যাবেন মিলবে ফ্রি টোটো সার্ভিস। স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে অভিনব উদ্যেগ।আর এই উদ্যোগের মূল কারিগর বিশিষ্ট সমাজসেবী বাবলি গোস্বামী । সহযোগিতায় সোনামুখী আই.এন.টি.টি.ইউ.সি পৌর টোটো সার্ভিস ইউনিয়ন। আজ সারাদিনব্যাপী মিলবে এই সার্ভিস।দীর্ঘদিন ধরেই তাদের ইচ্ছে অভিনব কিছু করার,তাই এই পরিকল্পনার বাস্তবায়ন বলেই জানিয়েছেন তারা।

সোনামুখীর পৌরপিতা সন্তোষ মুখার্জী জানান, ওনাদের এই উদ্যোগকে আন্তরিকভাবে ধন্যবাদ সোনামুখী পৌরসভার তরফ থেকে।তাদের এই মহতী উদ্যোগ সারা সোনামুখীবাসির কাছে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছে।

অন্যদিকে বিশিষ্ট সমাজসেবী বাবলি গোস্বামী বলেন , প্রায় ২০০ টোটো আজকে এই ফ্রী সার্ভিস দেবে এবং প্রত্যেক বছর আমরা এই কর্মসূচি করে থাকি । এর ফলে সাধারণ মানুষরা ভীষণভাবে উপকৃত হবে ।

একজন টোটো চালকের দিনভর ২০০ থেকে ৩০০ টাকা কামাই তাতেই চলে তাদের সংসার।তার মধ্যিখানেও এই ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সমাজের প্রত্যেকটা স্তরের মানুষজন।