বৌরানীর পূজা-পার্বণী ও ফ্যাশন শো


ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- ঢাকে কাঠি পড়তে এখনও বাকি, তবু দুর্গাপুজোর আমেজ ছড়াতে শুরু করেছে শহরময়। সেই উৎসবের আগমনী মুহূর্তে বৌরানী আয়োজন করল সুতানুটি পুজো পার্বণী ২০২৫, যার ফ্যাশন পার্টনার ছিলেন ডিজাইনার রিটজ। শোভাবাজার নাটমন্দিরে তিন দিন ধরে চলা এই উৎসব ছিল এক রঙিন মেলা—সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নাচ, প্রতিযোগিতা আর খাবারের আয়োজনের সঙ্গে ছিল রান্নার প্রতিযোগিতাও।

তবে দর্শকদের মন কেড়ে নেয় শেষ দিনের ফ্যাশন শো ও নতুন ব্যান্ড ঐক্য-র সঙ্গীত পরিবেশনা। সাবেকী সৌন্দর্যের সঙ্গে আধুনিক ছোঁয়া মিলিয়ে ১১ জন মডেল রাম্পে হাঁটলেন শাড়ি পরে, আর শেষ পর্বে ইন্ডো-ওয়েস্টার্ন সাজে।

দয়িতা মাইতি, পাপিয়া হালদার, ডোনা ভূঁইয়া, তৃষা দে, পূর্বশ্রী দে, রিয়াঙ্কা বিশ্বাসসহ অনেকে অংশ নেন।

চমকপ্রদভাবে, বিজয়ীদের মধ্যে কেউই আগে কোনো ফ্যাশন শোতে কাজ করেননি। বিচারক হিসেবে ছিলেন বাচিক শিল্পী পার্থ সারথি মুখার্জি ও মিতুল হাজরা তরফদার।

শোয়ের আয়োজক ও ডিজাইনার রিটজ-এর কর্ণধার রীতেশ গুহ জানান, অল্প সময়ে এই ঐতিহাসিক স্থানে এমন আয়োজন করে তিনি আনন্দিত। তরুণদের প্রতিভা দেখে ও তাদের একটি প্ল্যাটফর্ম দিতে পেরে তিনি আপ্লুত।

অনুষ্ঠানে উপস্থিত মডেল স্নিগ্ধা দেবনাথ বলেন, “ঐতিহ্যের সঙ্গে তরুণ প্রজন্মের হাতে হাত মিলিয়ে ফ্যাশন এগিয়ে যাচ্ছে—এই নাটমন্দিরই তার প্রমাণ।” আর জয়নাব ওয়ার্সির মতে, “আজকের দিনে ফ্যাশন তরুণদের জীবনে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। এরকম ছোট ছোট শো তরুণদের উৎসাহ দেবে এবং একটি সুস্থ ইন্ডাস্ট্রি গড়ে তুলবে।”

ঐতিহাসিক আবহে, ঐতিহ্য ও আধুনিকতার সুন্দর মেলবন্ধন ঘটিয়ে এই বছরের সুতানুটি পুজো পার্বণী-এর ফ্যাশন শো শহরের পুজোর আগাম উৎসবের মেজাজকে আরও রঙিন করে তুলল।
ছবি:- হিমাদ্রি বাগ

বৌরানীর পূজা-পার্বণী ও ফ্যাশন শো


ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- ঢাকে কাঠি পড়তে এখনও বাকি, তবু দুর্গাপুজোর আমেজ ছড়াতে শুরু করেছে শহরময়। সেই উৎসবের আগমনী মুহূর্তে বৌরানী আয়োজন করল সুতানুটি পুজো পার্বণী ২০২৫, যার ফ্যাশন পার্টনার ছিলেন ডিজাইনার রিটজ। শোভাবাজার নাটমন্দিরে তিন দিন ধরে চলা এই উৎসব ছিল এক রঙিন মেলা—সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নাচ, প্রতিযোগিতা আর খাবারের আয়োজনের সঙ্গে ছিল রান্নার প্রতিযোগিতাও।

তবে দর্শকদের মন কেড়ে নেয় শেষ দিনের ফ্যাশন শো ও নতুন ব্যান্ড ঐক্য-র সঙ্গীত পরিবেশনা। সাবেকী সৌন্দর্যের সঙ্গে আধুনিক ছোঁয়া মিলিয়ে ১১ জন মডেল রাম্পে হাঁটলেন শাড়ি পরে, আর শেষ পর্বে ইন্ডো-ওয়েস্টার্ন সাজে।

দয়িতা মাইতি, পাপিয়া হালদার, ডোনা ভূঁইয়া, তৃষা দে, পূর্বশ্রী দে, রিয়াঙ্কা বিশ্বাসসহ অনেকে অংশ নেন।

চমকপ্রদভাবে, বিজয়ীদের মধ্যে কেউই আগে কোনো ফ্যাশন শোতে কাজ করেননি। বিচারক হিসেবে ছিলেন বাচিক শিল্পী পার্থ সারথি মুখার্জি ও মিতুল হাজরা তরফদার।

শোয়ের আয়োজক ও ডিজাইনার রিটজ-এর কর্ণধার রীতেশ গুহ জানান, অল্প সময়ে এই ঐতিহাসিক স্থানে এমন আয়োজন করে তিনি আনন্দিত। তরুণদের প্রতিভা দেখে ও তাদের একটি প্ল্যাটফর্ম দিতে পেরে তিনি আপ্লুত।

অনুষ্ঠানে উপস্থিত মডেল স্নিগ্ধা দেবনাথ বলেন, “ঐতিহ্যের সঙ্গে তরুণ প্রজন্মের হাতে হাত মিলিয়ে ফ্যাশন এগিয়ে যাচ্ছে—এই নাটমন্দিরই তার প্রমাণ।” আর জয়নাব ওয়ার্সির মতে, “আজকের দিনে ফ্যাশন তরুণদের জীবনে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। এরকম ছোট ছোট শো তরুণদের উৎসাহ দেবে এবং একটি সুস্থ ইন্ডাস্ট্রি গড়ে তুলবে।”

ঐতিহাসিক আবহে, ঐতিহ্য ও আধুনিকতার সুন্দর মেলবন্ধন ঘটিয়ে এই বছরের সুতানুটি পুজো পার্বণী-এর ফ্যাশন শো শহরের পুজোর আগাম উৎসবের মেজাজকে আরও রঙিন করে তুলল।
ছবি:- হিমাদ্রি বাগ