খাদিমুল ইসলাম, বানারহাট: বর্তমান সময়ে গ্রাম হোক বা শহর। প্রায় সবার হাতের মুঠোয় রয়েছে স্মার্টফোন। আর সেই ফোনে ফ্রি ফায়ার পাবজি-সহ নানা অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ছে বহু যুবক-যুবতী। তাদের মাঠমুখী করতেই এগিয়ে এসেছে চানাডিপা ইলেভেন স্টার ক্লাবের মানবিক উদ্যোগ।
বুধবার ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় বারো দলীয় ফুটবল টুর্নামেন্টের। দূর-দূরান্ত থেকে আসা ফুটবলপ্রেমী ও ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে জমে ওঠে খেলামাঠ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠের চারপাশে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। খেলা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ফাইনালে মুখোমুখি হয় মধ্য শালবাড়ি ও ঝাড় মাগুরমারী দল। নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে যেখানে মধ্য শালবাড়ি ফুটবল টিম ঝাড় মাগুরমারিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে খেলোয়াড় থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের আনন্দ ও উচ্ছ্বাস ছিল উপচে পড়া।
এদিন স্থানীয় ক্রীড়াপ্রেমী সাবু হোসেন বলেন বর্তমান সময়ে অধিকাংশ যুবক মোবাইল গেমে ব্যস্ত থাকায় মাঠমুখী হচ্ছে না। কিন্তু এ ধরনের ফুটবল টুর্নামেন্ট বেশি হলে তারা মোবাইল গেমের আসক্তি ছেড়ে মাঠে ফিরবে। এই উদ্যোগ নেওয়ার জন্য আমরা ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাই।