হোমের শিশু-কিশোরদের নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন

অভিজিৎ হাজরা, হাওড়া :- ‌ ফিউচার ফর নেচার ফাউন্ডেশন-এর উদ্যোগে গ্ৰামীণ হাওড়া জেলার বাগনান থানার বহড়া – য় ‌’ ইচিন্ডা চিল্ড্রেনস্ হোম – সি এন সি পি বয়েজ হাওড়া, ইচিন্ডা কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি আন্ডার ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট হাওড়া, এ্যান্ড স্ট্রেট চাইল্ড প্রোটেকশন সোসাইটি -র চিল্ড্রেনস হোম-এর এক শত শিশু-কিশোরদের নিয়ে স্বাধীনতা দিবস উদযাপিত হল। অনুষ্ঠানের সূচনা হয় শিশু শিল্পী শ্রীনিধী-র মধুর সঙ্গীত পরিবেশনার মাধ্যমে।

শিশু-কিশোরদের জন্য আয়োজিত হয় ছবি আঁকার প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয় ছিল “তোমার কাছে স্বাধীনতা কেমন করে ধরা দেয় “। শিশুদের আঁকা ছবিতে ফুটে উঠেছে মুক্ত বিহঙ্গ, প্রাণচঞ্চল নদী, জাতীয় পতাকা উত্তোলনের দৃশ্য ও দেশের প্রতি ভালোবাসার নানা অভিব্যক্তি।দিনভর চলেছে রিক্রিয়েশন গেমস ও আনন্দমুখর পরিবেশ। দুপুরে সবাই মিলে উপভোগ করেছে ঐতিহ্যবাহী বাঙালি পদের ভোজ। বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান— গান, নাচ ও কবিতা আবৃত্তি। সেরা পারফরম্যান্সের জন্য শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. অর্ণব দত্ত, শিক্ষক রাজদূত সামন্ত, শিক্ষিকা পৌলমী মণ্ডল ও শিক্ষক সাগ্নিক বেজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ ইচিন্ডা চিল্ড্রেনস্ হোম ‘ এর প্রেসিডেন্ট রুনা মান্না, সেক্রেটারি কাকলী মন্ডল, সুপারভাইজার আশীষ ঘোষ, প্রসেনজিৎ দেবনাথ সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ‌’ ফিউচার ফর নেচার ফাউন্ডেশন ‘ এর সম্পাদক শুভ্রদীপ ঘোষ বলেন—“এই হোমে থাকা শিশু-কিশোররা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে এসেছে। আমাদের জেলার এই হোমে এসে তারা নতুন এক পরিবার পেয়েছে। আমরা তাদের সঙ্গে দিনভর প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দঘন সময় কাটিয়ে দেখেছি— আমাদের উপস্থিতি ও ভালোবাসা তাদের মনে নতুন উদ্দীপনা ও দেশপ্রেম জাগিয়ে তুলেছে ” ।

হোমের শিশু-কিশোরদের নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন

অভিজিৎ হাজরা, হাওড়া :- ‌ ফিউচার ফর নেচার ফাউন্ডেশন-এর উদ্যোগে গ্ৰামীণ হাওড়া জেলার বাগনান থানার বহড়া – য় ‌’ ইচিন্ডা চিল্ড্রেনস্ হোম – সি এন সি পি বয়েজ হাওড়া, ইচিন্ডা কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি আন্ডার ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট হাওড়া, এ্যান্ড স্ট্রেট চাইল্ড প্রোটেকশন সোসাইটি -র চিল্ড্রেনস হোম-এর এক শত শিশু-কিশোরদের নিয়ে স্বাধীনতা দিবস উদযাপিত হল। অনুষ্ঠানের সূচনা হয় শিশু শিল্পী শ্রীনিধী-র মধুর সঙ্গীত পরিবেশনার মাধ্যমে।

শিশু-কিশোরদের জন্য আয়োজিত হয় ছবি আঁকার প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয় ছিল “তোমার কাছে স্বাধীনতা কেমন করে ধরা দেয় “। শিশুদের আঁকা ছবিতে ফুটে উঠেছে মুক্ত বিহঙ্গ, প্রাণচঞ্চল নদী, জাতীয় পতাকা উত্তোলনের দৃশ্য ও দেশের প্রতি ভালোবাসার নানা অভিব্যক্তি।দিনভর চলেছে রিক্রিয়েশন গেমস ও আনন্দমুখর পরিবেশ। দুপুরে সবাই মিলে উপভোগ করেছে ঐতিহ্যবাহী বাঙালি পদের ভোজ। বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান— গান, নাচ ও কবিতা আবৃত্তি। সেরা পারফরম্যান্সের জন্য শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. অর্ণব দত্ত, শিক্ষক রাজদূত সামন্ত, শিক্ষিকা পৌলমী মণ্ডল ও শিক্ষক সাগ্নিক বেজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ ইচিন্ডা চিল্ড্রেনস্ হোম ‘ এর প্রেসিডেন্ট রুনা মান্না, সেক্রেটারি কাকলী মন্ডল, সুপারভাইজার আশীষ ঘোষ, প্রসেনজিৎ দেবনাথ সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ‌’ ফিউচার ফর নেচার ফাউন্ডেশন ‘ এর সম্পাদক শুভ্রদীপ ঘোষ বলেন—“এই হোমে থাকা শিশু-কিশোররা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে এসেছে। আমাদের জেলার এই হোমে এসে তারা নতুন এক পরিবার পেয়েছে। আমরা তাদের সঙ্গে দিনভর প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দঘন সময় কাটিয়ে দেখেছি— আমাদের উপস্থিতি ও ভালোবাসা তাদের মনে নতুন উদ্দীপনা ও দেশপ্রেম জাগিয়ে তুলেছে ” ।