মোহাম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়া: গোয়ালডাঙায় রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করলেন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের গোয়ালডাঙা গ্রামের বাসিন্দারা। সোমবার সকাল থেকে বাঁকুড়া-রানীগঞ্জ জাতীয় সড়কের গোয়ালডাঙা মোড়ে শতাধিক পুরুষ, মহিলা ও ছাত্র-ছাত্রী একত্রিত হয়ে সড়ক অবরোধে সামিল হন।গ্রামবাসীদের অভিযোগ, গত বারো বছর ধরে গ্রামের মূল রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। পথশ্রী প্রকল্পে রাজ্যের বিভিন্ন কাঁচা রাস্তা ঢালাই করা হলেও, গোয়ালডাঙার এই রাস্তা তালিকাভুক্ত হয়নি। ফলে প্রতিদিন খানা-খন্দে ভরা পথে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষত জরুরি চিকিৎসা, ডায়ালিসিস রোগী পরিবহন বা শিশুদের স্কুলে যাওয়া—সব ক্ষেত্রেই সমস্যার মুখে পড়তে হচ্ছে।গ্রামবাসীদের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু করতে হবে, নাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। অবরোধের খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সাথে আলোচনায় বসেন। তবে আশ্বাসে সন্তুষ্ট না হয়ে গ্রামবাসীরা জানিয়েছেন—কাজ শুরু না হলে আন্দোলন চলবে।বাঁকুড়া থেকে মহম্মদ শাহজাহান আনসারী রিপোর্ট:-


