মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া: অভয়ার মৃত্যুর এক বছর আজ পূর্ণ। ফের ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখরিত হলো বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর। পড়ুয়াদের দাবি এখনো অভয়ার হত্যার ন্যায্য বিচার হয়নি। এদিন সম্মিলনী মেডিকেল কলেজ চত্বরে অভয়ার প্রতিকি ছবিতে মাল্যদান সহ ধুপ ও মোমবাতি প্রদান করতে দেখা যায় পড়ুয়াদের।সকল চিকিৎসা পড়ুয়ার মেডিকেল কলেজ চত্বরে সমবেত হয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানের সাথে সাথে অভয়ার হত্যার ন্যায্য বিচার চাইলো। চিকিৎসক পড়ুয়াদের দাবি সিবিআই অবিলম্বে আসল দোষীদের চিহ্নিতকরণ করে শাস্তির ব্যবস্থা করুক। তাদের এখনো বিশ্বাস অভয়ার হত্যার ‘বিচারের বানি নিভৃতে কাঁদে’। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যদি অভয়ার হত্যার আসল দোষীদের চিহ্নিতকরণ না করে শাস্তির ব্যবস্থা করে তাদের ‘জাস্টিস ফর অভয়া’ চলতেই থাকবে।


