খাদিমুল ইসলাম, বানারহাট:-ঝিরিঝিরি বৃষ্টির দুপুরে জলপাইগুড়ির মরাঘাট জঙ্গলে দেখা মিলল এক বিরল দৃশ্যের। গয়েরকাটা থেকে দুরামারি যাওয়ার মাঝপথে হঠাৎই রাস্তার ওপর দাঁড়িয়ে পড়ে এক দলছুট গজরাজ। মুহূর্তে থমকে যায় যান চলাচল। বিশাল দাতালকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় পথ চলতি মানুষদের মধ্যে। নিত্যযাত্রী ও গ্রামবাসীরা আতঙ্কের সঙ্গে কৌতূহলেও ভিড় জমান সেই দৃশ্য দেখতে।বৃষ্টিভেজা রাস্তায় একপাশে জঙ্গল, অন্যপাশে রাস্তা—মাঝখানে দাঁড়িয়ে বনহাতি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা, হাতিকে লক্ষ্য করে পটকাবাজি ফাটিয়ে ধীরে ধীরে হাতিটিকে জঙ্গলের দিকে ফিরিয়ে নিয়ে যায় তারা। এরপরই স্বাভাবিক হয় যান চলাচল।