মোহাম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়া : আজ বাঁকুড়া থানায় ‘উৎসর্গ’ নামে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার পুলিশ সুপার, শ্রী বৈভব তিওয়ারি, আইপিএস মহাশয়; অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার), শ্রী সিদ্ধার্থ দর্জি, ডব্লিউবিপিএস মহাশয়; ডিএসপি (ট্রাফিক), বাঁকুড়া পৌরসভার সহ-সভাপতি এবং পৌরসভার অন্যান্য কাউন্সিলরবৃন্দ।আজকের শিবিরে মোট ১৭৫ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়, যার মধ্যে ৫৪টিরও বেশি ইউনিট রক্ত বাঁকুড়া থানার কর্মকর্তা, মহিলা পুলিশ, সিভি এবং এলসিভি স্টাফদের পক্ষ থেকে দান করা হয়।