মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া: কোচবিহারের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলার ঘটনার প্রতিবাদে আজ বাঁকুড়ার জুনবেদিয়া মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদে নামলেন বিজেপি কর্মী সমর্থকেরা। আজ সন্ধ্যার মুখে বাঁকুড়ার জুনবেদিয়া মোড়ে রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে রাস্তার উপর বসে পড়েন বিজেপি কর্মীরা। প্রায় ১৫ মিনিট ধরে চলে অবরোধ, বিক্ষোভ। অবরোধের জেরে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। ওই রাস্তায় ব্যপক যানজট তৈরী হয়। ১৫ মিনিট পরে অবরোধ প্রত্যাহার করে নেয় বিজেপি কর্মীরা। অবিলম্বে শুভেন্দু অধিকারীর উপর হামলাকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া না হলে আগামীদিনে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা।