সৌগত মন্ডল,বীরভূম: বীরভূম পথ প্রদর্শক এর পক্ষ থেকে এদিন সাঁইথিয়া সহ বেশ কিছু জায়গা “আমপান” ঘূর্ণিঝড়ে বিধস্ত মানুষদের সাহায্যার্থে পথে নামলো তারা।
সকাল থেকে তারা সাঁইথিয়া সব্জি বাজার,শহরের মধ্যে অবস্থিত প্রতিটি দোকানদার কাছে রবীন্দ্রসংগীত বাজিয়ে আর্থিক সাহায্যের জন্য অনুরোধ করেন, সাথে সাথে পথচলতি মানুষদের কাছে তারা হাতে পোস্টার নিয়েও অনুরোধ করে আর্থিক সাহায্যের জন্য।
তারা সাঁইথিয়া সহ বোলপুর, ময়ূরেশ্বর, আহমোদপুর, লাভপুর,পুরন্দরপুর, শিলিগুড়ি র তাদের সদস্যরা এই কর্মসূচি গ্রহণ করবে বলে জানান তারা। সমস্ত সাহায্য তোলার পর, সমস্ত টাকা বিপর্যস্ত এলাকার প্রশাসনের মাধ্যমে তুলে দেওয়া হবে।
সংস্থার পক্ষ থেকে অভিষেক ভৌমিক ও ভাস্কর মন্ডল জানান, আমরা দুর্গত মানুষদের পাশে থাকতে বদ্ধ পরিকট, যেকোনো মুহূর্তে আমরা অসহায় মানুষদের পাশে আছি।