হীরক মুখোপাধ্যায় (১৮ মে ‘২০):- এতদিন কোলকাতার ‘মেডিক্যাল কলেজ হাসপাতাল’-এর এনাটমি বিভাগে সর্বাধিক ৫ টা মৃতদেহ রাখার ব্যবস্থা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে স্বাস্থ্য বিভাগ ওখানে আরো ৬ টা ডিপ ফ্রিজ বসানোর সবুজ সঙ্কেত দিয়েছে। ফলে এবার এনাটমি বিভাগে একসাথে ১১ টা মৃতদেহ রাখা সম্ভব হবে।
গত শুক্রবার দুপুর থেকে রবিবার দুপুর পর্যন্ত ‘মেডিক্যাল কলেজ হাসপাতাল’-এ ‘কোভিড ১৯’ সংক্রান্ত কারণে ১৬ জনের মৃত্যু হয়। স্বভাবতই হাসপাতালে মৃতদেহ সংরক্ষণের অভাব বাহ্যত দৃষ্টিগোচর হয়ে পড়ে।
বলে রাখা ভালো, ‘নভেল কোরোনা ভাইরাস’ সম্পর্কিত রোগ ‘কোভিড ১৯’-এর চিকিৎসার জন্য সেজে উঠেছে ‘মেডিক্যাল কলেজ হাসপাতাল’।
এখানকার ‘গ্রীণ বিল্ডিং’-এ চলছে কোভিড ১৯-এর উপসর্গ ধরা পড়া রোগীদের চিকিৎসা, অন্যদিকে ‘সুপার স্পেশালিটি ব্লক’-এ চলছে কোভিড ১৯-এ আক্রান্ত রোগীদের চিকিৎসা।