মনোজ কুমার মালিক,ভাতাড়: চোরদের জেলে ভরো, মমতা গদি ছাড়ো । এই শ্লোগানকে সামনে রেখে ভারতীয় জনতা যুবমোর্চার ডাকে আজ পূর্ব বর্ধমান জেলার ভাতাড় বিধানসভার ৩৪ নং মন্ডলে ভাতারের নাসিগ্রাম বাসস্ট্যান্ডে একটি পথসভার আয়োজন করা হয় । বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতিগ্রস্ত বিষয়গুলিকে নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এই পথসভা । ১০০ দিনের কাজে দুর্নীতি, আবাস যোজনায় দুর্নীতি, শিক্ষা নিয়োগের ক্ষেত্রে বিপুল পরিমাণের টাকা লেনদেন, স্বাস্থ্য পরিকাঠাময় অবহেলা সহ বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারকে বিধলেন বিজেপি নেতৃত্বরা ।
বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তা ভাতারের রুপকার ভোলানাথ সেন থেকে শুরু করে নোবেল চুরির ঘটনার বিস্তারিত দিক নিয়ে তুলোধনা করেন রাজ্য সরকারকে । পাশাপাশি দুর্নীতিগ্রস্ত সরকারের সুপ্রিমোর পদত্যাগের দাবিতে আগামী দিন বড় ধরনের আন্দোলন চলবে বাংলায় সে কথা জানান ।
উপস্থিত ছিলেন বিজেপি বর্ধমান সদর জেলার সভাপতি অভিজিৎ তা, প্রদেশ বিজেপি যুবমোর্চা কলেজ আউটরিচে সেল ইনচার্জ সৌমেন কার্ফা, ভাতাড় বিধান সভার অবজারবার রমাব্রত চ্যার্টার্জী, এসসি মোর্চার জেলা সভাপতি রাজকুমার হাজরা, ৩৪ নং জেডপি মন্ডল সভাপতি বরুন ঘোষ সহ আরও অনেক নেতৃত্ব ও কর্মীবৃন্দ ।