প্রদীপ মজুমদার, নদীয়াঃ বাড়ি থেকে পালিয়ে প্রেম করে বিয়ে করে শেষ পর্যন্ত আর বেশি দিন সংসার করা হল না এক কিশোরীর। বিয়ের মাত্র ছয় মাসের মাথাতেই শ্বশুরবাড়িতে বিষ পান করে আত্মহত্যা করতে হল তাকে। ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপড়া থানার পুকুরিয়া গ্রামে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরীর নাম সুস্মিতা হালদার(১৬)। তার বাপের বাড়ি চাকদহ থানার শিমুরালির মালোপাড়া এলাকায়। মাসছয়েক আগে সামাজিক মাধ্যমে পরিচয় হয়েছিল চাপড়া থানার পুকুরিয়া গ্রামের বাসিন্দা ২২ বছরের যুবক শুভেন্দু হালদারের সঙ্গে। সেই পরিচয় থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। নবম শ্রেণীতে পড়তে পড়তে পড়া ছেড়ে দিয়েছিল কিশোরী সুস্মিতা। অল্পদিনেই প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করে সে। এতটাই জড়িয়ে পড়ে যে শেষ পর্যন্ত কাউকে না বলে বাড়ি থেকে পালিয়ে প্রেমিকের বাড়িতে চলে যায় সে। শোনা যায়,তারা দুজনে নাকি নিজেদের মতো করে বিয়েও করে ফেলেছিল। যদিও প্রেমিকের বাড়িতে চলে যাওয়ার পর তার বাপের বাড়ির লোকজনের সঙ্গে খুব বেশি আর যোগাযোগ ছিল না। বুধবার রাতে প্রেমিকের বাড়িতেই বিষ পান করে সে।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করেছে ওই কিশোরী। যদিও আত্মহত্যার প্রকৃত কারণ স্পষ্ট নয় পুলিশের কাছেও।