প্রদীপ মজুমদার নদীয়াঃ নদীয়ার কোতোয়ালি থানার দোগাছি গ্রাম পঞ্চায়েতের জালালখালি হেমায়েতপুর গ্রামের রাস্তার ওপরে মঙ্গলবার বিকালে নিজের শশুরকে হেসো দিয়ে কোপালো জামাই। লোকজন চিৎকার করে উঠলে বেগতিক বুঝে পালিয়ে যায় সে। আশঙ্কাজনক অবস্থায় বিশ্বজিৎ কর্মকার নামে শশুরকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত জামাই দেবাশীষ সরকার বর্তমানে পলাতক। বিশ্বজিৎ কর্মকারের বাড়ি শক্তিনগরের বৈকুন্ঠ সড়ক এলাকায়। তার মেয়ে সোমার সঙ্গে বিয়ে হয়েছে হেমায়েতপুরের বাসিন্দা দেবাশীষ সরকারের। কিন্তু বিয়ের কিছু দিনের মধ্যেই দুজনের মধ্যে মনমালিন্য তৈরি হয়েছে। সোমা অভিযোগ করেছেন,’ আমার এর আগের পক্ষের দুটি মেয়ে রয়েছে। দেবাশীষ আমার তৃতীয় পক্ষের স্বামী। সে আমার দুটি মেয়েকে ভালোবাসে না। মারধর করে। প্রতিবাদ করলে আমাকেও মারধর করে। তাই আমি তার সঙ্গে সংসার করতে চাই না। আমি ওর ঘর ছেড়ে দিয়ে বাপের বাড়িতে চলে এসেছি। সেই রাগে ও আমার বাবাকে প্রকাশ্য ও রাস্তার উপরে দাঁড়ানো অস্ত্র দিয়ে কুপিয়েছে। এরপর লোকজনকে আসতে দেখে বেগতিক বুঝে পালিয়ে গিয়েছে। আমি ওর নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করব। আমি ওর কঠোর শাস্তি চাই।’ যদিও মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত এই বিষয়ে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।