মনোজ কুমার মালিক,ভাতাড় : স্ত্রী কে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করল স্বামী। রবিবার ভোর নাগাদ ঘটনাটি ঘটেছে ভাতারের বামুনারা পঞ্চায়েতের পানোয়া গ্রামে। পুলিশ জানায়, পেশায় রাজমিস্ত্রি ধৃত শেখ রহমত কাটোয়ার গাঙ্গুলী ডাঙ্গার বাসিন্দা , গত দশ বছর পানোয়া গ্রামে ঘর জামাই হিসেবে স্ত্রী মমতাজ বিবি ও দুই নাবালিকা কন্যাকে। নিয়ে থাকতো সে। রবিবার ভোর নাগাদ ভাতারের আলীনগর চৌমাথা এলাকায় পুলিশের টহলদারি গাড়িকে দাঁড়িয়ে থাকতে পুলিশে গাড়ির সামনে দাঁড়িয়ে নিজের অপরাধ স্বীকার করে সে। একটি খুনের মামলার রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।