প্রদীপ মজুমদার নদীয়াঃ বাড়িতে কেরোসিন তেল খেয়ে আত্মহত্যা করল নদীয়া জেলার বেথুয়াডহরি কলেজের দ্বিতীয় বর্ষের এক স্কুলছাত্রী। তার নাম রিয়া শিকদার(১৮)। তার বাড়ি ধুবুলিয়া থানার তাতলা গ্রামে। বুধবার রাতে মানসিক অবসাদগ্রস্ত হয়ে কেরোসিন তেল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে রিয়া। তার বাড়ির লোকজন তাকে কৃষ্ণনগর শক্তি নগর জেলা হাসপাতালে নিয়ে যান। বৃহস্পতিবার সেখানেই তার মৃত্যু হয়। রিয়ার বাবা জীবন সিকদার জানিয়েছেন,’ আমার একটাই মেয়ে ছিল রিয়া। কেন সে এমন করল আমরা কিছুতেই বুঝে উঠতে পারছি না।’