প্রদীপ মজুমদার নদীয়াঃ বাড়ি থেকে বেরিয়ে সাইকেল নিয়ে স্কুলে গিয়েছিল দশম শ্রেণির স্কুল ছাত্র সোমনাথ মন্ডল। বয়স ১৫ বছর। এরপর স্কুলের কাছেই সাইকেল রেখে সে চলে যায় নদীয়ার চৌগাছার ১১৩ নম্বর রেলপোস্টের কাছে। সেখানেই সে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সোমনাথ মন্ডলের বাড়ি ভীমপুর থানার কৃষ্ণপুর গ্রামে। তারে রেখে যাওয়া সাইকেলের মধ্যে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। তাতে লেখা ছিল আমি আত্মহত্যা করতে গেলাম। মায়ের সঙ্গে পড়াশোনা নিয়ে বকাবকির কারণে আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ,তা খতিয়ে দেখতে পুলিশ।